Friday, December 2, 2022

Madhyamik Life Science Suggestion – পরিবেশ এবং মানব জনসমষ্টি | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

 

Madhyamik Life Science Suggestion – পরিবেশ এবং মানব জনসমষ্টি

 

বিভাগ ‘ক’

 ১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিকসংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করে লেখোঃ

 (১.১) অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় – (ক) জন সম্প্রসারন (খ) জন উন্নয়ন (গ) জন বিস্ফোরন (ঘ) জন সংকোচন

 উত্তরঃ (গ) জন বিস্ফোরন

 (১.২) ফুসফুস ক্যানসারের জন্য দায়ী গ্যাসটি হল – (ক) র‍্যাডন (খ) কার্বন ডাই অক্সাইড (গ) হাইড্রোজেন (ঘ) নাইট্রোজেন

 উত্তরঃ (ক) র‍্যাডন

  (১.৩) নীচের যেটি ক্যানসার সৃষ্টি করতে পারে, তা হল – (ক) পরাগরেনু (খ) আর্সেনিক (গ) ফর্ম্যালডিহাইড (ঘ) কোনোটিই নয়

 উত্তরঃ (গ) ফর্ম্যালডিহাইড

 (১.৪) ব্রংকাইটিসের লক্ষনগুলি হল – (ক) দমবন্ধভাব (খ) কাশি ও কফ (গ) নাক অবরুদ্ধ (ঘ) সবগুলি

 উত্তরঃ সবগুলি

 (১.৫) বিশ্ব ক্যানসার দিবস হল – (ক) 4 ফেব্রুয়ারি (খ) 5 ডিসেন্বের (গ) 8 নভেম্বর (ঘ) 13 জুন

 উত্তরঃ 4 জুন

 বিভাগ ‘খ’

 ২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ

 ** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ

 (২.১) জনসংখ্যা সম্পর্কের অধ্যয়ন ও জ্ঞান অর্জনকে _________ বলে।

 উত্তরঃ ডেমোগ্রাফি

 

(২.২) পৃথিবীতে পানযোগ্য জলের পরিমান _________ ।

 উত্তরঃ 1%

 (২.৩) ক্যানসার রোগগ্রস্ত কোশ গুলি সারাদেহে ছড়িয়ে পড়াকে _________ বলা হয়।

 উত্তরঃ মেটাস্ট্যাসিস

 ** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ

 (২.৪) PAN হল একপ্রকার অ্যালার্জেন।

 উত্তরঃ সত্য’

 (২.৫) শ্বাসনালীর প্রদাহ সৃষ্টির কারনে ব্রংকাইটিস নামক রোগটি হয়।

 উত্তরঃ সত্য

(২.৬) কয়লা ও তেলের দহনে সৃষ্ট ধোঁয়া অ্যাজমার একটি কারন।

 উত্তরঃ সত্য

 ** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ

 (২.৭) যে বস্তু অ্যালার্জি ঘটায় তাকে কী বলে?

 উত্তরঃ অ্যালার্জেন

 (২.৮) নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

 ধূমপানঃফুসফুস ক্যানসারঃঃখৈনিঃ__________।

 উত্তরঃ মুখের ক্যানসার

 (২.৯) অ্যাজমা রোগ আক্রান্ত ব্যক্তি রক্তে কোন্‌ কনিকার সংখ্যা বৃদ্ধি পায়?

 উত্তরঃ ইওসিনোফিলের

 ** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ

 ‘ক’ স্তম্ভ                             ‘খ’ স্তম্ভ

 (২.১০) হাঁপানির কারন                       (ক) র‍্যাডন গ্যাস

 (২.১১) মুখের ক্যানসারের কারন         (খ) গ্রিনহাউস গ্যাস

 (২.১২) ব্রংকাইটিসের কারন               (গ) তামাক সেবন

 (২.১৩) ফুসফুসের ক্যানসারের কারন  (ঘ) কয়লার দহনে সৃষ্ট ধোঁয়া

 (২.১৪) কারসিনোজেন                       (ঙ) অ্যাসবেস্টসের সূক্ষ্ম গুঁড়ো

 (চ) ক্যানসার

 উত্তরঃ (২.১০) হাঁপানির কারন  -> (ঘ) কয়লার দহনে সৃষ্ট ধোঁয়া (২.১১) মুখের ক্যানসারের কারন ->(গ)  তামাক সেবন (২.১২) ব্রংকাইটিসের কারন -> (ঙ) অ্যাসবেস্টসের সূক্ষ্ম গুঁড়ো  (২.১৩) ফুসফুসের ক্যানসারের কারন -> (ক) র‍্যাডন গ্যাস (২.১৪) কারসিনোজেন -> (চ) ক্যানসার

 বিভাগ ‘গ’

 ৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

 (৩.১) মাইগ্রেশন বা পরিযান কাকে বলে?

 উত্তরঃ নিজে করো।

 (৩.২) ভারতে জনসংখ্যা বস্ফোরনের দুটি কারন লেখো।

 উত্তরঃ নিজে করো।

 (৩.৩) অ্যাজমা হাঁপানি কেন ঘটে?

 উত্তরঃ নিজে করো।

 (৩.৪) কারসিনোজেন কী?

 উত্তরঃ নিজে করো।

 (৩.৫) ক্যানসারের জন্য দায়ী মানব সৃষ্টি কারন গুলি লেখো।

 উত্তরঃ নিজে করো।

 বিভাগ ‘ঘ’

 ৪. নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ

 (৪.১) ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা গুলির আলোচনা করো।

 উত্তরঃ নিজে করো।

 (৪.২) পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব উল্লেখ করো।

 উত্তরঃ নিজে করো।

No comments:

Post a Comment