Friday, December 2, 2022

Madhyamik Life Science Suggestion – পরিবেশ দূষণ | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

 

Madhyamik Life Science Suggestion – পরিবেশ দূষণ

 

বিভাগ ‘ক’

 ১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করে লেখোঃ

 (১.১) প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড়ো উৎস হল – (ক) জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন (খ) আগ্নেয়গিরির উদ্‌গিরন (গ) উষ্ণ প্রস্রবনে ব্যাকটেরিয়ার শটন (ঘ) সাইক্লোন।

 উত্তরঃ (ক) জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন

(১.২) অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে – (ক) কাঠের তৈরি ঘরবাড়ি (খ) কাচের তৈরি শিল্পদ্রব্য (গ) মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন (ঘ) পোর্সেলিনের তৈরি দ্রব্যসামগ্রী।

 উত্তরঃ (গ) মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন

 (১.৩) COD এর সাহায্যে মাপা হয় – (ক) বায়ুদূষনের মাত্রা (খ) জলদূষনের মাত্রা (গ) মৃত্তিকাদূষনের মাত্রা (ঘ) শব্দদূষনের মাত্রা

 উত্তরঃ (খ) জলদূষনের মাত্রা

 (১.৪) মানীয় জলে আর্সেনিকের গ্রহনযোগ্য মাত্রা হল – (ক) 0.15ppm (খ) 0.05ppm (গ) 0.01 ppm (ঘ) 0.09ppm

 উত্তরঃ (খ) 0.05ppm

 (১.৫) ইলেকট্রিক হর্নের শব্দের মাত্রা – (ক) 40 ডেসিবেল (খ) 70 ডেসিবেল (গ) 140 ডেসিবেল (ঘ) 160 ডেসিবেল

 উত্তরঃ (গ) 140 ডেসিবেল

 

বিভাগ ‘খ’

 ২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ

 ** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ

 (২.১) বাতাসে ভাসমান কনার ব্যাস __________ এর কম হলে তাকে অ্যারসল বলে।

 উত্তরঃ 1 মাইক্রন

 (২.২) মেঠো ইঁদুর বিনাশে ________ জাতীয় রোডেনটিসাইড ব্যবহৃত হয়।

 উত্তরঃ এনড্রিন

 (২.৩) ভারতে শিল্পক্ষেত্রে শব্দের সহনমাত্রা হল _________ ডেসিবেল।

 উত্তরঃ 90 ডেসিবেল

 ** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ

 (২.৪) তাজমহল হল অ্যাসিড বৃষ্টি দ্বারা ক্ষতিগ্রস্ত একটি সৌধ।

 উত্তরঃ সত্য

 (২.৫) জলের pH কমলে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয়।

 উত্তরঃ সত্য

 (২.৬) আমাশয় এন্টিমিবা নামক প্রোটোজেয়ার সংক্রমনে হয়।

 উত্তরঃ সত্য

 

** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ

 (২.৭) অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো।

 উত্তরঃ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড

 (২.৮) নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শুন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

 NIHL:শব্দদূষনঃঃCOPD:___________.

 উত্তরঃ বায়ুদূষন

 (২.৯) ভারতে পানীয় জলে ফ্লুরাইডের সর্বোচ্চ গ্রহনযোগ্য মাত্রা কত?

 উত্তরঃ 1.2mg/L

 

** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ

 ‘ক’ স্তম্ভ                     ‘খ’

 (২.১০) বায়ুদূষন ঘটিত রোগ          (ক) ইনফ্লুয়েঞ্জা

 (২.১১) জলদূষন ঘটিত রোগ          (খ) গ্যাস-গ্যাংগ্রিন

 (২.১২) শব্দদূষন ঘটিত রোগ          (গ) টাইফয়েড

 (২.১৩) মাটিদূষন ঘটিত রোগ         (ঘ) COPD

 (২.১৪) কয়লাঘটিত দূষন               (ঙ) মায়াকাডিয়াল ইনফার্কশন

 (চ) ব্ল্যাক লাং ডিজিস

 উত্তরঃ (২.১০) বায়ুদূষন ঘটিত রোগ -> (ঘ) COPD (২.১১) জলদূষন ঘটিত রোগ -> (গ) টাইফয়েড (২.১২) শব্দদূষন ঘটিত রোগ -> (ঙ) মায়াকাডিয়াল ইনফার্কশন (২.১৩) মাটিদূষন ঘটিত রোগ ->  (খ) গ্যাস-গ্যাংগ্রিন (২.১৪) কয়লাঘটিত দূষন -> (চ) ব্ল্যাক লাং ডিজিস

 বিভাগ ‘গ’

 ৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

 (৩.১) গ্রিনহাউস প্রভাব কাকে বলে?

 উত্তরঃ নিজে করো।

 (৩.২) ইউট্রোফিকেশন কাকে বলে?

 উত্তরঃ নিজে করো।

 (৩.৩) অম্লবৃষ্টি কাকে বলে?

 উত্তরঃ নিজে করো।

 (৩.৪) ওজোন হোল (Ozone Hole) কাকে বলে?

 উত্তরঃ নিজে করো।

 (৩.৫) অ্যালগাল ব্লুম কী?

 উত্তরঃ নিজে করো।

 বিভাগ ‘ঘ’

 ৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

 (৪.১) জলদূষনের কারন ও ফলাফল গুলি আলোচনা করো।

 উত্তরঃ নিজে করো।

 (৪.২) মাটিদূষনের কারন ও ফলাফলগুলি আলোচনা করো।

 উত্তরঃ নিজে করো।

 (৪.৩) শব্দদূষনের কারন ও ফলাফল গুলি আলোচনা করো।

 উত্তরঃ নিজে করো।

No comments:

Post a Comment