Friday, December 2, 2022

Madhyamik Life Science Suggestion – জীববৈচিত্র এবং সংরক্ষণ | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

 

Madhyamik Life Science Suggestion – জীববৈচিত্র এবং সংরক্ষণ

 

বিভাগ ‘ক’

 ১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ

  (১.১) হটস্পট ধারনাটির প্রবর্তক হলেন – (ক) ডেভিড (খ) সিম্পসন (গ) মেয়ার (ঘ) নরম্যান মায়ার্স

 উত্তরঃ (ঘ) নরম্যান মায়ার্স

 (১.২) উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদটি হল – (ক) সর্পগন্ধা (খ) সিনকোনা (গ) পেয়ারা (ঘ) কালমেঘ

 উত্তরঃ (ক) সর্পগন্ধ

 

(১.৩) সংরক্ষনের একটি আধুনিক ব্যবস্থা হল – (ক) জাতীয় উদ্যান (খ) বায়োস্ফিয়ার রিজার্ভ (গ) সংরক্ষিত অরন্য (ঘ) অভয়ারন্য

 উত্তরঃ (খ) বায়োস্ফিয়ার রিজার্ভ

 (১.৪) ভারতের বিলুপ্তপ্রায় প্রানী হল – (ক) ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ (খ) ভারতীয় গাধা, শূকর (গ) গৃহপালিত বিড়াল, বেজি (ঘ) গৃহপালিত গোরু, ঘোড়া

 উত্তরঃ (ক) ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ

 (১.৫) ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল – (ক) সুন্দরী, কলসপত্রী, চন্দন (খ) আম, জাম, কাঁঠাল (গ) ধান, গম, বাগরা, (ঘ) শিমূল, অর্জুন, তেঁতুল

 উত্তরঃ (ক) সুন্দরী, কলসপত্রী, চন্দন

 বিভাগ ‘খ’

 ২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ

 

** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ

 (২.১) বাস্তুতন্ত্রে উদ্ভিদের প্রধান ভূমিকা হল __________ হিসেবে।

 উত্তরঃ উৎপাদক

 (২.২) পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম হল __________ ।

 উত্তরঃ জলদাপাড়া

 (২.৩) ভারতে সর্বাধিক গন্ডর __________ রাজ্যে পাওয়া যায়।

 উত্তরঃ অসম

 ** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করঃ

 (২.৪) পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল হল একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।

 উত্তরঃ সত্য

 (২.৫) জীববৈচিত্র্য (Biodiversity) কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী W.G. রোসেন।

 উত্তরঃ সত্য

 (২.৬) সুন্দরবন অঞ্চল গঙ্গা, ব্রহ্মপুত্র, পদ্মা ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত।

 উত্তরঃ সত্য

** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ

 (২.৭) একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো।

 উত্তরঃ সুন্দরী, গর্জন

 (২.৮) নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

 নীলগিরি লেঙ্গুরঃবিপন্ন প্রজাতিঃঃডোডো পাখিঃ__________।

 উত্তরঃ অবলুপ্ত প্রজাতি

 (২.৯) পশ্চিম্বঙ্গের যে কোনো একটি কিস্টোন প্রজাতির নাম লেখো।

 উত্তরঃ সুন্দরবনের বাঘ

 ** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ

 ‘ক’ স্তম্ভ                                  ‘খ’ স্তম্ভ

 (২.১০) করবেট জাতীয় উদ্যান        (ক) গন্ডার সংরক্ষন

 (২.১১) গির অভয়ারন্য                     (খ) রেডপান্ডা সংরক্ষন

 (২.১২) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান    (গ) কুমির সংরক্ষন

 (২.১৩) ভিতরকনিকা স্যাংকচুয়ারি  (ঘ) বাঘ সংরক্ষন

 (২.১৪) সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চল    (ঙ) সিংহ সংরক্ষন

 (চ) সুন্দরী গাছে

 উত্তরঃ  (২.১০) করবেট জাতীয় উদ্যান -> (ঘ) বাঘ সংরক্ষন (২.১১) গির অভয়ারন্য ->  (ঙ) সিংহ সংরক্ষন (২.১২) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান -> (ক) গন্ডার সংরক্ষন (২.১৩) ভিতরকনিকা স্যাংকচুয়ারি -> (গ) কুমির সংরক্ষন (২.১৪) সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চল -> (চ) সুন্দরী গাছে

 বিভাগ ‘গ’

 

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

 (৩.১) জীববৈচিত্র্য কাকে বলে?

 উত্তরঃ নিজে করো

 (৩.২) হটস্পট কাকে  বলে?

 উত্তরঃ নিজে করো।

 (৩.৩) জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরন দাও।

 উত্তরঃ নিজে করো।

 (৩.৪) বহিরাগত  প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরনের সাহায্যে লেখো।

 উত্তরঃ নিজে করো।

 (৩.৫) অভয়ারন্যের সংজ্ঞা দাও উদাহরনসহ।

 উত্তরঃ নিজে করো।

 বিভাগ ‘ঘ’

 ৪. নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ

 (৪.১) বন্যপ্রানী সংরক্ষনের প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো।

 উত্তরঃ নিজে করো।

 (৪.২) ভারতের ব্যাঘ্র সংরক্ষনের জন্য  কীরূপ প্রচেষ্টা গ্রহন করা হয়েছে? ভারতের দুটি ব্যাঘ্রপ্রকল্পের নাম ও অবস্থান উল্লেখ করো।

 উত্তরঃ নিজে করো।

 (৪.৩) সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী কী? রেড পান্ডা সংরক্ষনে কীকী ব্যবস্থা নেওয়া হয়েছ।

 উত্তরঃ নিজে করো।

No comments:

Post a Comment