Friday, December 2, 2022

Madhyamik Life Science Suggestion – নাইট্রোজেন চক্র | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

 

Madhyamik Life Science Suggestion – নাইট্রোজেন চক্র

 

বিভাগ ‘ক’

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ

 

(১.১) বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমান হল – (ক) 20.60 (খ) 0.08 (গ) 1.40 (ঘ) 78.09

 

উত্তরঃ (ঘ) 78.09

 

(১.২) নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল – (ক) অ্যাজোটোব্যাকটর (খ) নাইট্রোব্যাকটর (গ) মাইকোব্যাকটেরিয়াম (ঘ) নাইট্রোসোমোনাস

 

উত্তরঃ (ক) অ্যাজোটোব্যাকটর

 

(১.৩) মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবদ্ধঙ্কারী একটি স্বাধীঞ্জীবী ব্যাকটেরিয়া হল – (ক) নস্টক (খ) ডায়াটম (গ) ক্লসট্রিডিয়াম (ঘ) অ্যানাবিনা

 

উত্তরঃ (গ) ক্লসট্রিডিয়াম

 

(১.৪) নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হল – (ক) রাইজোবিয়াম (খ) থায়োব্যাসিলাস (গ) নস্টক (ঘ) ডায়াটম

 

উত্তরঃ (খ) থায়োব্যাসিলাস

 

(১.৫) নাইট্রোজেনঘটিত একটি গ্রিনহাউস গ্যাস হল – (ক) HNO3 (খ) NH3 (গ) N2O (ঘ) কোনোটিই নয়।

 

উত্তরঃ (গ) N2O

 

বিভাগ ‘খ’

 

২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ

 

** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গুলি পূরন করোঃ

 

(২.১) অ্যানাবিনা হল একপ্রকার __________।

 

উত্তরঃ সায়ানোব্যাকটেরিয়া

 

(২.২) মাটিতে নাইট্রইট যৌগকে নাইট্রেটে পরিনত করে _________ নামক ব্যাকটেরিয়া।

 

উত্তরঃ নাইট্রোব্যাকটর

 

(২.৩) রাইজোবিয়াম হল __________ ব্যাকটেরিয়া।

 

উত্তরঃ মিথোজীবী

 

** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ

 

(২.৪) বজ্রপাতের সময়ে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়।

 

উত্তরঃ সত্য

 

(২.৫) ক্লসট্রিডিয়াম হল স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া।

 

উত্তরঃ সত্য

 

(২.৬) অ্যামোনিফিকেশনের অপর নাম মিনেরালাইজেশন।

 

উত্তরঃ সত্য

 

** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ

 

(২.৭) একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

 

উত্তরঃ নাইট্রোসোমোনাস

 

(২.৮) নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

 

নাইট্রোকক্কাসঃনাইট্রিফাইং ব্যাকটেরিয়াঃঃসিউডোমোনাসঃ___________।

 

উত্তরঃ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া

 

(২.৯) কিছু কিছু পরভোজী উদ্ভিদ কীসের চাহিদা মেটানোর জন্য পতঙ্গ ভক্ষন করে?

 

উত্তরঃ নাইট্রোজেনের

 

** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ

 

‘ক’ স্তম্ভ                          ‘খ’ স্তম্ভ

 

(২.১০) নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া           (ক) সিউডোমোনাস

 

(২.১১) নাইট্রোফাইং ব্যাকটেরিয়া                          (খ) অ্যাজোটোব্যাকটর

 

(২.১২) মিথোজীবী ব্যাকটেরিয়া                            (গ) নাইট্রোসোমোনাস

 

(২.১৩) ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া                      (ঘ) রাইজোবিয়াম

 

(২.১৪) নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদ                   (ঙ) অ্যানাবিনা

 

(চ) ডালজাতীয় শস্য

 

উত্তরঃ (২.১০) নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া  -> (খ) অ্যাজোটোব্যাকটর (২.১১) নাইট্রোফাইং ব্যাকটেরিয়া -> (গ) নাইট্রোসোমোনাস (২.১২) মিথোজীবী ব্যাকটেরিয়া -> (ঘ) রাইজোবিয়াম (২.১৩) ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া -> (ক) সিউডোমোনাস (২.১৪) নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদ -> (চ) ডালজাতীয় শস্য

 

বিভাগ ‘গ’

 

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

 

(৩.১) নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.২) হিউমাস কাকে বলে?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৩) মাটিতে বসবাস কারী অনুজীবদের গুরুত্ব কী?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৪) অ্যামোনিফিকেশন কাকে বলে? দুটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৫) মাটির উর্বরাশক্তি বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

বিভাগ ‘ঘ’

 

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

 

(৪.১) নাইট্রোজেন চক্র কাকে বলে? একটি রেখাচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রের বর্ননা দাও।

 

উত্তরঃ নিজে করো।

 

(৪.২) মানুষের ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রকে ব্যাহত করছে কীভাবে? এর ফলাফল কী কী হতে পারে।

 

উত্তরঃ নিজে করো।

No comments:

Post a Comment