Madhyamik Life Science Suggestion – অভিব্যক্তি
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ
(১.১) ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ মতবাদটি কার? – (ক) ল্যামার্কের (খ) ডারউইনের (গ) দ্য ভ্রিসের (ঘ) জোনোফেনের
উত্তরঃ (খ) ডারউইনের
(১.২) ল্যামার্ক রচিত গ্রন্থের নাম হল – (ক) ফলোজফিক জুলজিক (খ) অরিজিন অব স্পিসিস (গ) ফিলোজফিক বটানিক (ঘ) মাইক্রোগ্রাফিয়া
উত্তরঃ (ক) ফিলোজফিক জুলজিক
(১.৩) প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন – (ক) ডারউইন (খ) ল্যামার্ক (গ) মেন্ডেল (ঘ) ভ্রিস
উত্তরঃ (ক) ডারউইন
(১.৪) তিমির ফ্লিপার ও পাখির ডানা হল – (ক) সমবৃত্তীয় অঙ্গ (খ) নিষ্ক্রিয় অঙ্গ (গ) প্রতিস্থাপিত অঙ্গ (ঘ) সমসংস্থ অঙ্গ
উত্তরঃ (ঘ) সমসংস্থ অঙ্গ
(১.৫) মানুষের নিষ্ক্রিয় অঙ্গটি হল – (ক) কোলন (খ) মলাশয় (গ) অ্যাপেনডিক্স (ঘ) পাকস্থলী
উত্তরঃ (গ) অ্যাপেনডিক্স
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) জীবন সৃষ্টির জন্য দায়ী গ্যাস হল অ্যামোনিয়া ও ___________।
উত্তরঃ মিথেন
(২.২) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন ____________ বাদের প্রধান প্রতিপাদ্য একটি বিষয়।
উত্তরঃ ল্যামার্ক
(২.৩) জীবের যে-সমস্থ অঙ্গের উৎপন্ন ও গঠন আলাদা কিন্তু কাজ এক, তাদের ___________ অঙ্গ বলে।
উত্তরঃ সমবৃত্তি
** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৪) পৃথিবীর জীববৈচিত্র্যের কারন হল অভিব্যক্তি।
উত্তরঃ সত্য
(২.৫) ল্যামার্ক প্রথম ‘বায়োলজি’ শব্দটি ব্যবহার করেন।
উত্তরঃ সত্য
(২.৬) ডারউইনের মতে ছোটো ছোটো ধারাবাহিক পরিবর্তনই বিভিন্ন প্রজাতির উৎপত্তির জন্য দায়ী।
উত্তরঃ সত্য
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.৭) একটি মেরুদন্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরন দাও।
উত্তরঃ স্ফেনোডন
(২.৮) নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
প্রাকৃতিক নির্বাচনঃডারউইনঃঃঅঙ্গের ব্যবহার ও অব্যবহারঃ_________।
উত্তরঃ ল্যামার্ক
(৩.৯) একটি জীবন্ত উদ্ভিদ জীবাশ্মের উদাহরন দাও।
উত্তরঃ গিংকগো বাইলোবা
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) যোগ্যতমের উদ্বর্তন (ক) নিজ্ঞানী ওয়াইসম্যান
(২.১১) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন (খ) বিজ্ঞানী ডারউইন
(২.১২) জার্মপ্লাজমবাদ (গ) বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস
(২.১৩) নিও ডারউইউনবাদ (ঘ) বিজ্ঞানী ল্যামার্ক
(২.১৪) মানুষের কক্সিস (ঙ) বিজ্ঞানী ওপারিন
(চ) নিষ্ক্রিয় অঙ্গ
উত্তরঃ (২.১০) যোগ্যতমের উদ্বর্তন -> (খ) বিজ্ঞানী ডারউইন (২.১১) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন -> (ঘ) বিজ্ঞানী ল্যামার্ক (২.১২) জার্মপ্লাজমবাদ -> (ক) নিজ্ঞানী ওয়াইসম্যান (২.১৩) নিও ডারউইউনবাদ -> (গ) বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস (২.১৪) মানুষের কক্সিস -> (চ) নিষ্ক্রিয় অঙ্গ
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) জীবাশ্ম বলতে কী বোঝ? উদাহরন দাও।
উত্তরঃ নিজে করো।
(৩.২) ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন’ কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
(৩.৩) ব্যবহার এবং অব্যবহারের সূত্রটি লেখো। এর প্রবক্তা কে?
উত্তরঃ নিজে করো।
(৩.৪) প্রাকৃতিক নির্বাচন কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
(৩.৫) যোগ্যতমের উস্বর্তন বলতে কী বোঝ?
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ
(৪.১) ডারউইনের মতবাদ অনুসারে কী কী কারনে প্রকৃতিতে জীবের অস্তিত্বের জন্য সংগ্রাম ঘটে? অভিব্যক্তি কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
(৪.২) ঘোড়ার বিবর্তন সংক্ষেপে আলোচনা করো।
উত্তরঃ নিজে করো।
(৪.৩) মেরুদণ্ডী প্রানীদের হৃৎপিন্ডের তুলনামূলক আলোচনার মাধ্যমে জৈব বিবর্তন ব্যাখ্যা করো।
উত্তরঃ নিজে করো।
(৪.৪) সমসংস্থা ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? বিবর্তনে সমসংস্থ অঙ্গের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment