Madhyamik Life Science Suggestion – জনন
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ
(১.১) অযৌন জননের একক হল – (ক) জনন কোশ (খ) রেণু (গ) বুলবিল (ঘ) দেহখন্ডক
উত্তরঃ (খ) রেণু
(১.২) কোন্ জীবের নিষেক ব্যতীত স্ত্রীজনন কোশ থেকে অপত্য জীব সৃষ্টি হয়? – (ক) মৌমাছি (খ) ব্যাঙ (গ) আমগাছ (ঘ) পায়রা
উত্তরঃ (ক) মৌমাছি
(১.৩) যৌন জননের একক হল – (ক) জনন অঙ্গ (খ) দেহখন্ডক (গ) গ্যামেট (ঘ) বুলবিল
উত্তরঃ (গ) গ্যামেট
(১.৪) সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদে তা হল – (ক) মস ও ফার্ন (খ) আমগাছ (গ) পাইনগাছ (ঘ) জবা গাছ
উত্তরঃ (ক) মস ও ফার্ন
(১.৫) পত্রজ মুকুল দ্বারা পাথরকুচির জনন হল – (ক) যৌন (খ) অযৌন (গ) কৃত্রিম (ঘ) অঙ্গজ জনন
উত্তরঃ (ঘ) অঙ্গজ জনন
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গুলি পূরন করোঃ
(২.১) স্পাইরোগাইরা __________ দ্বারা অযৌন জনন সম্পন্ন করে।
উত্তরঃ খন্ডীভবন
(২.২) জীবের জীবনচক্র হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর চক্রাকার আবর্তনকে __________ বলে।
উত্তরঃ জনুক্রম
(২.৩) নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড জনুর চক্রাকার আবর্তনকে ___________ বলে।
উত্তরঃ জাইগেট
** নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৪) আলু কান্ডজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে।
উত্তরঃ সত্য
(২.৫) পুংগ্যানেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে নিষেক বলে।
উত্তরঃ সত্য
(২.৬) প্লাসমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে।
উত্তরঃ সত্য
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.৭) পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রানীর নাম লেখো।
উত্তরঃ হাইড্রা
(২.৮) নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
পুনরুৎপাদনঃঅযৌন জননঃঃঅনুবিস্তারঃ_________।
উত্তরঃ অঙ্গজ জনন
(২.৯) যৌন জনন প্রধানত কী ধরনের কোশ বিভাজনের ওপর নির্ভরশীল?
উত্তরঃ মিয়োসিস
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) বিভাজন (ক) স্পাইরোগাইরা
(২.১১) কোরকোদ্গম (খ) প্ল্যানেরিয়া
(২.১২) খন্ডীভবন (গ) হাইড্রা
(২.১৩) পুনরুৎপাদন (ঘ) মস
(২.১৪) সাইটোকাইনিন (ঙ) অ্যামিবা
(চ) বৃদ্ধি নিয়ন্ত্রন
উত্তরঃ (২.১০) বিভাজন -> (ঙ) অ্যামিবা (২.১১) কোরকোদ্গম -> (গ) হাইড্রা (২.১২) খন্ডীভবন -> (ক) স্পাইরোগাইরা (২.১৩) পুনরুৎপাদন -> (খ) প্ল্যানেরয়া (২.১৪) সাইটোকাইনিন -> (চ) বৃদ্ধি নিয়ন্ত্রন
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) যৌন জননের গুরত্ব লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.২) শাখাকলম ও জোড়কলমের দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৩) মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
(৩.৪) জনুক্রমে মিয়োসিসের গুরুত্ব লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৫) মাইক্রোপ্রোপাগেশনের উদ্দেশ্য বা গুরুত্ব লেখো।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৪.১) জনুক্রম কাকে বলে? ফার্মের জনুক্রম চক্রের মাধ্যমে ব্যাখ্যা করো।
উত্তরঃ নিজে করো।
(৪.২) উদ্ভিদের তিনপ্রকার প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতির উদাহরনসহ লেখো। একটি বহিঃনিষেককারী ও একটি অন্তঃনিষেককারী মেরুদন্ডী প্রানীর নাম লেখো।
উত্তরঃ নিজে করো।
(৪.৩) যৌন জনন ও অযৌন জননের তিনটি পার্থক্য লেখো। স্পাইরোগাইরা ও ইস্টের কী ধরনের জনন দেখা যায়?
উত্তরঃ নিজে করো।
(৪.৪) কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার বলতে কী বোঝো? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের পদ্ধতিগুলি আলোচনা করো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment