Friday, December 2, 2022

Madhyamik Life Science Suggestion – কোশ বিভাজন এবং কোশচক্র | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

 

Madhyamik Life Science Suggestion – কোশ বিভাজন এবং কোশচক্র

 

বিভাগ ‘ক’

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটির সম্পূর্ন করে লেখোঃ

 

(১.১) মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা – (ক) 46 (খ) 44 (গ) 23 (ঘ) 22

 

উত্তরঃ (খ) 44

 

(১.২) যে নাইট্রোজেন ক্ষরক কেবলমাত্র RNA তে থাকে তা হল – (ক) থাইমিন (খ) অ্যাডেনিন (গ) গুয়ানিন (ঘ) ইউরাসিল

 

উত্তরঃ (ঘ) ইউরাসিল

 

(১.৩) মাইটোসিস কোশ বিভাজনের কোন্‌ দশায় ক্রোমোজোমগুলি কোশের বিষুব অঞ্চলে সজ্জিত হয় ও সুস্পষ্টভাবে গোনা যায়? –

 

(ক) প্রোফেজ (খ) মেটাফেজ (গ) অ্যানাফেজ (ঘ) টেলোফেজ

 

উত্তরঃ (খ) মেটাফেজ

 

(১.৪) মাইটোসিস কোশ বিভাজনের কোন্‌ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? – (ক) টেলোফেজ (খ) মেটাফেজ (গ) প্রোফেজ

 

(ঘ) অ্যানাফেজ

 

উত্তরঃ (ক) টেলোফেজ

 

(১.৫) একটি কোশ বিভাজন বেমতন্তু তৈরি হলে তাকে কোন্‌ ধরনের কোশ বিভাজন বলে? – (ক) অ্যামাইটোসিস (খ) প্রথম মিয়োটিক

 

বিভাজন (গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন (ঘ) মাইটোসিস

 

উত্তরঃ (ক) অ্যামাইটোসিস

 

বিভাগ ‘খ’

 

২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ

 

** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ

 

(২.১) DNA থেকে DNA এর সংশ্লেষকে __________ বলে।

 

উত্তরঃ রেপ্লিকেশন

 

(২.২) প্রানীকোশের বেমতন্তু গঠনে অংশ নেয় ___________।

 

উত্তরঃ সেন্ট্রোজোম

 

(২.৩) মিয়োসিস কোশ বিভাজনের ফলে _________ টি অপত্য কোশ সৃষ্টি হয়।

 

উত্তরঃ চার

 

** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ

 

(২.৪) ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হল প্রকৃতপক্ষে DNA অনুর কুন্ডলীকরনের পৃথক পৃথক অবস্থা।

 

উত্তরঃ সত্য

 

(২.৫) কোশ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির জোগান দেয় মাইটোকন্ড্রিয়া।

 

উত্তরঃ সত্য
(২.৬) ফার্ন উদ্ভিদে জনুক্রম দেখা যায়।

 

উত্তরঃ সত্য

 

** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ

 

(২.৭) কোশচক্রের কোন্‌ দশায় DNA সংশ্লেষ হয়?

 

উত্তরঃ ইনটারফেজের ‘S’দশায়

 

(২.৮) নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখোঃ

 

বাইভ্যালেন্ট,টেট্রাড,ক্রসিং অভার,মিয়োসিস

 

উত্তরঃ মিয়োসিস

 

(২.৯) G2 দশায় সংশ্লেষিত একটি কোশীয় অঙ্গানুর নাম লেখো।

 

উত্তরঃ মাইটোকনড্রিয়া

 

** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে মিলিয়ে লেখোঃ

 

‘ক’ স্তম্ভ                          ‘খ’ স্তম্ভ

 

(২.১০) প্রোফেজ                  (ক) ইকুয়েটোরিয়াল প্লেট গঠন

 

(২.১১) মেটাফেজ                 (খ) ক্রোমোজোমীয় চলন

 

(২.১২) অ্যানাফেজ              (গ) নিউক্লিওলাসের অবলুপ্তি

 

(২.১৩) টেলাফেজ                (ঘ) বোকে দশা

 

(২.১৪) ইনটারফেজ             (ঙ) খাঁজ সৃষ্টি

 

(চ) কোশচক্র

 

উত্তরঃ (২.১০) প্রোফেজ -> (ঘ) বোকে দশা (২.১১) মেটাফেজ -> (ক) ইকুয়েটোরিয়াল প্লেট গঠন (২.১২) অ্যানাফেজ -> (খ) ক্রোমোজোমীয় চলন (২.১৩) টেলাফেজ -> (গ) নিউক্লিওলাসের অবলুপ্তি (২.১৪) ইনটারফেজ -> (চ) কোশ্চক্র

 

বিভাগ ‘গ’

 

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

 

(৩.১) কোশচক্র বলতে কী বোঝো? এর পর্যায়গুলি কি কি?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.২) উদ্ভিদ ও প্রানী মাইটোসিসের দুটি পার্থক্য লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৩) মিয়োসিস কোথায় ঘটে? একে ‘হ্রাস বিভাজন’ বলে কেন?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৪) উদ্ভিদ ও প্রানী কোশের সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৫) প্রানী কোশে সাইটোকাইনেসিস না ঘটলে কী হত?

 

উত্তরঃ নিজে করো।

 

বিভাগ ‘ঘ’

 

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

 

(৪.১) উদ্ভিদ ও প্রানীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্রাঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৪.২) মাইটোসিসের দুটি গুরুত্ব লেখো। শাখাকলম ও জোড়কলম বলতে কী বোঝো উদাহরনসহ লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৪.৩) মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশায় তিনটি বৈশিষ্ট্য লেখো। মিয়োসিসের দুটি তাৎপর্য উল্লেখ করো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৪.৪) উদ্ভিদ কোশে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? ক্রসিং ওভারের গুরুত্ব কী?

 

উত্তরঃ নিজে করো।

No comments:

Post a Comment