Madhyamik Life Science Suggestion – সপুস্পক উদ্ভিদের যৌন জনন
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিকসংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ
(১.১) একটি পুষ্পের ক্ষেত্রে যৌন জননের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্তবকগুলি হল – (ক) বৃতি ও পুংকেশর (খ) স্ত্রীস্তবক ও দলমন্ডল (গ) দলমন্ডল ও বৃতি (ঘ) পুংস্তবক ও স্ত্রীস্তবক
উত্তরঃ (ঘ) পুংস্তবক ও স্ত্রীস্তবক
(১.২) দ্বিনিষেক দেখা যায় – (ক) একবীজপত্রী উদ্ভিদে (খ) দ্বিবীজপত্রী উদ্ভিদে (গ) গুপ্তবীজী উদ্ভিদে (ঘ) ব্যক্ত বীজী উদ্ভিদে
উত্তরঃ (গ) গুপ্তবীজী উদ্ভিদে
(১.৩) স্বপরাগযোগ লক্ষ করা যায় – (ক) পেঁপেতে (খ) লাউ-এ (গ) শিমে (ঘ) তালে
উত্তরঃ (গ) শিমে
(১.৪) সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরে যেটি বীজে পরিনত হয় তা হল -(ক) ডিম্বক (খ) ডিম্বানু (গ) সহকারী কোশ (ঘ) ডিম্বাশয়
উত্তরঃ (ক) ডিম্বক
(১.৫) নিষেকের পর সপুষ্পক উদ্ভিদের ফুলের ডিম্বাশয় রূপান্তরিত হয় – (ক) সস্যে (খ) ফলে (গ) পুষ্পাক্ষে (ঘ) বীজে
উত্তরঃ (খ) ফলে
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্য গুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটলে তাকে _____________ বলে।
উত্তরঃ হাইড্রোফিলি
(২.২) ____________ মধ্যে ভবিষ্যতের গাছ বা ভ্রূন অবস্থান করে।
উত্তরঃ বীজের
(২.৩) জেনোগ্যামি ___________ পরাগযোগের অন্তর্গত।
উত্তরঃ ইতর
** নীচের বাক্যগুলি সিত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৪) ফুলের সাহায্যকারী স্তবক হল বৃতি ও দলমন্ডল।
উত্তরঃ সত্য
(২.৫) ভুট্টার ফলত্বক ও বীজত্বক পৃথক নয়।
উত্তরঃ সত্য
(২.৬)পুংধানীর মধ্যে পরাগরেনু থাকে।
উত্তরঃ সত্য
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.৭) বিটপের কোন্ অংশ থেকে ফুল উৎপন্ন হয়?
উত্তরঃ পুষ্পমুকুল
(২.৮) নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটির একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুজেঁ বার করে নাম লেখোঃ
একলিঙ্গ ফুল, ক্লীব ফুল, লগ্ন ফুল, অসম্পূর্ন ফুল।
উত্তরঃ অসম্পূর্ন ফুল
(২.৯) কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিনিষেক শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ নাওয়াসিন (১৮৯৮)
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) গর্ভপত্র (ক) উভলিঙ্গ ফুল
(২.১১) স্বপরাগযোগের প্রকার (খ) বায়ুপরাগী ফুল
(২.১২) ধান (গ) পতঙ্গপরাগী ফুল
(২.১৩) আম (ঘ) অটোগ্যামি
(২.১৪) কুমড়ো ফুল (ঙ) স্ত্রীস্তবকের একক
(চ) অসম্পূর্ন ফুল
উত্তরঃ (২.১০) গর্ভপত্র -> (ঙ) স্ত্রীস্তবকের একক (২.১১) স্বপরাগযোগের প্রকার -> (ঘ) অটোগ্যামি (২.১২) ধান -> (খ) বায়ুপরাগী ফুল (২.১৩) আম -> (গ) পতঙ্গপরাগী ফুল (২.১৪) কুমড়ো ফুল -> (চ) অসম্পূর্ন ফুল
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.২) দ্বিনিষেক কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
(৩.৩) স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৪) সহবাসী ও ভিন্নবাসী উদ্ভিদ বলতে কী বোঝায়?
উত্তরঃ নিজে করো।
(৩.৫) বৃতি ও দলমন্ডলের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৪.১) পরাগযোগ কাকে বলে? ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি বর্ননা করো।
উত্তরঃ নিজে করো।
(৪.২) একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment