Madhyamik Life Science Suggestion – কয়েকটি সাধারণ জিনগত রোগ
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রকিম সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ
(১.১) একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে – (ক) সললেই হিমোফিলিক (খ) 1/2 হমোফিলিক (গ) 1/3 হিমোফিলিক (ঘ) 1/4 হিমোফিলিক
উত্তরঃ (খ) 1/2 হিমোফিলিক
(১.২) ‘রয়্যাল ডিজিজ’ নামে পরিচিত রোগটি হল – (ক) রাতকানা (খ) থ্যালোফিলিয়া (গ) হিমোফিলিয়া (ঘ) বর্ণান্ধতা
উত্তরঃ (গ) হিমোফিলিয়া
(১.৩) হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তা হল – (ক) হিমোফিলিয়া (খ) ম্যালেরিয়া (গ) থ্যালাসেমিয়া (ঘ) লিউকিমিয়া
উত্তরঃ থ্যালাসেমিয়া
(১.৪) হিমোফিলিয়া পুত্রসন্তানের জিনোটাইপ হল – (ক) h।।h (খ) H।।^ (গ) H।।H (ঘ) h।।^
উত্তরঃ (ঘ) h।।^
(১.৫) থ্যালাসেমিয়া বাহক পিতা এবং স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা হবে – (ক) 100% (খ) 75% (গ) 25% (ঘ) 0%
উত্তরঃ (ঘ) 0%
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) মানুষের চোখের রং চিনবার জন্য দায়ী কোশ হল __________ কোশ।
উত্তরঃ কোন
(২.২) মানুষের _________ নং ক্রোমোজোমে a গ্লোবিন জিন থাকে।
উত্তরঃ 16
(২.৩) __________ রোগে রক্তের O2 পরিবহন ক্ষমতা কমে যায়।
উত্তরঃ থ্যালাসেমিয়া
** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৪) অ্যানিমিয়া রোগাক্রান্ত ব্যক্তির দেহে অক্সিজেন পরিবহন বিঘ্নিত হয়।
উত্তরঃ সত্য
(২.৫)নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
ক্লাসিক হিমোফিলিয়াঃ হিমোফিলিয়া A::ক্রিস্টমাস রোগঃ ___________।
উত্তরঃ হিমোফিলিয়া B
(২.৬) ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া সর্বপ্রথম যে রোগের প্রচ্ছন্ন জিনটি ধারন করেন, সেটির নাম উল্লেখ করো।
উত্তরঃ হিমোফিলিয়া B
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) মিউটেশন (ক) PTA এর অভাব
(২.১১) Y ক্রোমোজোম (খ) জিনের আকস্মিক পরিবর্তন
(২.১২) অ্যানিমিয়া (গ) হোলানড্রিক জিন
(২.১৩) হিমোফিলিয়া C (ঘ) থ্যালাসেমিয়া রোগ
(২.১৪) ডিউটেরানোপিয়া (ঙ) স্ত্রীদেহের সেক্স-ক্রোমোজোম
(চ) সবুজ বর্ন দেখার অক্ষমতা
উত্তরঃ (২.১০) মিউটেশন -> (খ) জিনের আকস্মিক পরিবর্তন (২.১১) Y ক্রোমোজোম -> (গ) হোলানড্রিক জিন (২.১২) অ্যানিমিয়া -> (ঘ) থ্যালাসেমিয়া রোগ (২.১৩) হিমোফিলিয়া C -> (ক) PTA এর অভাব (২.১৪) ডিউটেরানোপিয়া -> (চ) সবুজ বর্ন দেখার অক্ষমতা
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনিটি বাক্যে লেখোঃ
(৩.১) থ্যালাসেমিয়া কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
(৩.২) মহিলারা হিমোফিলিয়া A রোগের বাহক হয় কিন্তু এই রোগে আক্রান্ত হয় না কেন?
উত্তরঃ নিজে করো।
(৩.৩) সুপ্রজনন মন্ত্রনা বা জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
(৩.৪) হিমোফিলিয়া বলতে কী বোঝো?
উত্তরঃ নিজে করো।
(৩.৫) বর্ণান্ধতা বলতে কী বোঝো?
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৪.১) হিমোফিলিয়া রোগের লক্ষন ও কারন লেখো।
উত্তরঃ নিজে করো।
(৪.২) বর্ণান্ধতার লক্ষন ও কারন লেখো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment