Madhyamik Life Science Suggestion – বংশগতি
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ
(১.১) বংশগতির জনক হলেন – (ক) ক্রিক (খ) মেন্ডেল (গ) পানেট (ঘ) বেটসন
উত্তরঃ (খ) মেন্ডেল
(১.২) একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হবে – (ক) সকলেই দীর্ঘ (খ) সকলেই খর্ব (গ) 50% দীর্ঘ, 50% খর্ব (ঘ) 75% দীর্ঘ, 25% খর্ব
উত্তরঃ (গ) 50% দীর্ঘ, 50% খর্ব
(১.৩) দ্বিসংকর জনকের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপগত অনুপাত হল – (ক) 9:2:2:1 (খ) 9:3:3:1 (গ) 4:2:2:1 (ঘ) 3:9:1:3
উত্তরঃ (খ) 9:3:3:1
(১.৪) দুটি সংকর লম্বা (Tt) মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য বংশে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে – (ক) 50% (খ) 75% (গ) 100% (ঘ) 125%
উত্তরঃ (ক) 50%
(১.৫) মটর গাছের নির্বাচিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে নীচের কোন্টি প্রকট? – (ক) কান্ডের দৈর্ঘ্য খর্ব (খ) ফুলের বর্ন হলুদ (গ) বীজের আকার কুঞ্চিত (ঘ) ফলের আকার স্ফীত
উত্তরঃ (ঘ) ফলের আকার স্ফীত
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্য গুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) একই জনের বিভিন্ন রূপগুলিকে ____________ বলে।
উত্তরঃ অ্যালিল
(২.২) ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবিস্থত তাকে __________ বলে।
উত্তরঃ লোকাস
(২.৩) ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে _________ বলে।
উত্তরঃ পরিব্যক্তি
** নীচের বাক্যগুলি সিত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৪) মেন্ডেলের মটর গাছের পরীক্ষার জন্য সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য শনাক্ত করা হয়।
উত্তরঃ সত্য
(২.৫) জনন কোশে অটোজোমের সংখ্যা ২২ টি।
উত্তরঃ সত্য
(২.৬) মেন্ডেলের পরীক্ষায় TT বলতে বিশুদ্ধ লম্বা মটর গাছকে বোঝায়।
উত্তরঃ সত্য
**একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.৭) পিতামাতার জিন অপত্য যদি সমপ্রকৃতির হয়, তাকে কী বলা হয়?
উত্তরঃ হোমোজাইগাস
(২.৮) নীচের চারটি বিষের মধ্যে তিনটি একটি বিষের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখোঃ
বংশগতিবিদ্যা, একসংকর জনন, দ্বিসংকর জনন, সমসংকর জীব।
উত্তরঃ বংশগতিবিদ্যা
(২.৯) মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা কত?
উত্তরঃ 44 টি
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) অ্যালোজোম (ক) লম্বা মটর গাছ
(২.১১) প্রকট বৈশিষ্ট্য (খ) সেক্স ক্রোমোজোম
(২.১২) পৃথকীভবনের সূত্র (গ) বংশগতির একক
(২.১৩) স্বাধীন বিন্যাসের সূত্র (ঘ) একসংকর জননের ফল
(২.১৪) চেকার বোর্ড (ঙ) দ্বিসংকর জননের ফল
(চ) বিজ্ঞানী পানেট
উত্তরঃ (২.১০) অ্যালোজোম -> (খ) সেক্স ক্রোমোজোম (২.১১) প্রকট বৈশিষ্ট্য -> (ক) লম্বা মটর গাছ (২.১২) পৃথকীভবনের সূত্র -> (ঘ) একসংকর জননের ফল (২.১৩) স্বাধীন বিন্যাসের সূত্র -> (ঙ) দ্বিসংকর জননের ফল (২.১৪) চেকার বোর্ড -> (চ) বিজ্ঞানী পানেট
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য মিষ্টি মটর গাছ নির্বাচন করেছিলেন কেন?
উত্তরঃ নিজে করো।
(৩.২) স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৩) পৃথকীকরন সূত্রটি লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৪) জনোটাইপ এবং ফিনোটাইপের দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৫) বংশগতিতে বিশুদ্ধ ও সংকর বলতে কী বোঝো উদাহরনসহ লেখো।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৪.১) মেন্ডেল নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য কী কী ছিল?
উত্তরঃ নিজে করো।
(৪.২) একটি বিশুদ্ধ কালো (প্রকট বৈশিষ্ট্য) গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা (প্রচ্ছন্ন বৈশিষ্ট্য) গিনিপিগের জনন ঘটালে, দ্বিতীয় অপত্যজনুর ফল থেকে পৃথকীভবন সূত্রটি বুঝিয়ে দাও। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো।
উত্তরঃ নিজে করো।
(৪.৩) মটর উদ্ভিদের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য (TT) খর্ব বৈশিষ্ট্য (tt) এর ওপরে প্রকট। রঙিন ফুল (RR) বর্ণহীন ফুলের (rr) ওপরে প্রকট। একটি বিশুদ্ধ লম্বা ও রঙিন ফুলবিশিষ্ট মটর গাছের সঙ্গে খর্ব ও বর্নহীন ফুল গাছের সংকরায়ন হল। প্রথম অপত্য জনুতে সকল উদ্ভিদ লম্বা ও রঙিন ফুল বিশিষ্ট হল। – কেন? সংকর লম্বা ও রঙিন ফুল বিশিষ্ট মটর উদ্ভিদের পুনরায় সংকরায়ন ঘটানো হল। F2 জনু থেকে প্রাপ্ত উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লিপিবদ্ধ করো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment