Friday, December 2, 2022

Madhyamik Life Science Suggestion – প্রানীদের সাড়াপ্রদাহ এবং রাসায়নিক সমন্বয় হরোমোন | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর সাজেশন

 

Madhiyamik Life Suggestion 2020 – প্রানীদের সাড়াপ্রদাহ এবং রাসায়নিক সমন্বয় হরোমোন

 

বিভাগ ‘ক’

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ

 

(১.১) ‘আপৎকালীন হরমোন’ বলা হয় – (ক) অ্যাড্রেনালিনকে (খ) TSH কে (গ) নর-অ্যাড্রেনালিনকে (ঘ) অক্সিনকে

 

উত্তরঃ (ক) অ্যাড্রেনালিনকে

 

(১.২) নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোন্‌টি মিশ্র গ্রন্থি? – (ক) থাইরয়েড  (খ) বৃক্ক (গ) অগ্ন্যাশয় (ঘ) যকৃৎ

 

উত্তরঃ (গ) অগ্ন্যাশয়

 

(১.৩) গলগন্ড রোগটির সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটির নাম – (ক) ইনসুলিন (খ) STH (গ) রিল্যাক্সিন (ঘ) থাইরক্সিন

 

উত্তরঃ (ঘ) থাইরক্সিন

 

(১.৪) ইনসুলিন ক্ষরিত হয় – (ক) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে (খ) থাইরয়েড গ্রন্থি থেকে (গ) বৃক্ক থেকে (ঘ) অগ্ন্যাশয় থেকে

 

উত্তরঃ (ঘ) অগ্ন্যাশয় থেকে

 

(১.৫) অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় – (ক) থাইরক্সিনকে (খ) গ্লুকাগনকে (গ) ইস্ট্রোজেনকে (ঘ) ইনসুলিনকে

 

উত্তরঃ (ঘ) ইনসুলিনকে

 

বিভাগ ‘খ’

 

২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ

 

** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করোঃ

 

(২.১) অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে ক্ষরিত হরমোনটি হল _____________।

 

উত্তরঃ গ্লুকাগন

 

(২.২) শৈশবে __________এর কম ক্ষরনে বামনত্ব রোগ হয়।

 

উত্তরঃ GH

 

(২.৩) অ্যাড্রোনাল গ্রন্থির __________ অংশ থেকে অ্যাড্রেনালিন ক্ষরিত হয়।

 

উত্তরঃ মেডালা

 

** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপন করোঃ

 

(২.৪) একটি বহিঃক্ষরা গ্রন্থি হল স্বেদগ্রন্থি।

 

উত্তরঃ সত্য

 

(২.৫) থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে।

 

উত্তরঃ সত্য

 

(২.৬) প্রোজেস্টেরন ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হয়।

 

উত্তরঃ সত্য

 

** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ

 

(২.৭) কোন্‌ ধরনের গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়?

 

উত্তরঃ অনাল গ্রন্থি

 

(২.৮) নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

 

প্রোজেস্টিরনঃডিম্বাশয়ঃঃটেস্টোস্টেরনঃ____________।

 

উত্তরঃ শুক্রাশয়

 

(২.৯) কোন্‌ হরমোনের প্রভাবে BMR বাড়ে?

 

উত্তরঃ থাইরক্সিন

 

** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ

 

‘ক’ স্তম্ভ                           ‘খ’ স্তম্ভ

 

(২.১০) অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন  (ক) FSH

 

(২.১১) সোমাটোট্রপিক হরমোন                (খ) TSH

 

(২.১২) গ্রোথ হরমোন                                (গ) STH

 

(২.১৩) গোনাডোট্রপিক হরমোন               (ঘ) GH

 

(২.১৪) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন      (ঙ) GTH

 

(চ)  ACTH

 

উত্তরঃ (২.১০) অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন -> ACTH (২.১১) সোমাটোট্রপিক হরমোন -> STH (২.১২) গ্রোথ হরমোন -> (ঘ) GH (২.১৩) গোনাডোট্রপিক হরমোন -> (ঙ) GTH (২.১৪) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন -> (খ) TSH

 

বিভাগ ‘গ’

 

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

 

(৩.১) ACTH ও STH এর একটি করে কাজ লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.২) থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? একে ‘ক্যালোরিজেনিক হরমোন’ বলে কেন?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৩) হরমোনকে ‘রাসায়িনিক দূত’ বলে কেন?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৪) ইনসুলিনের উৎস ও কাজ লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৫) ইনসুলিন ও অ্যাড্রিনালিনের পার্থক্য নিরূপন করো।

 

উত্তরঃ নিজে করো।

 

বিভাগ ‘ঘ’

 

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

 

(৪.১) অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য নিরূপন করো। পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় কেনো?

 

উত্তরঃ নিজে করো।

 

(৪.২) অ্যাড্রিনালিন হরমোনকে ‘আপৎকালীন বা জরুরিকালীন’ হরমোন বলে কেন? অ্যাড্রিনালিন হরমোনের তিনটি কাজ লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৪.৩) থাইরক্সিন, প্রোজেস্টেরন, ইনসুলিন হরমোন গুলির উৎস ও একটি করে কাজ লেখো। হাইপোথ্যালামাসকে ‘সর্বোচ্চ প্রভুগ্রন্থি’ বলা হয় কেন?

 

উত্তরঃ নিজে করো।

 

(৪.৪) টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের ক্ষরনস্থান এবং একটি করে কাজ লেখো। শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত একটি করে হরমোনের নাম

 

ও তাদের কাজ লেখো।

 

উত্তরঃ নিজে করো।

No comments:

Post a Comment