Madhyamik Life Suggestion 2020 – প্রানীদের সাড়াপ্রদাহ ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করে লেখোঃ
(১.১) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল – (ক) নিউরোন (খ) নেফ্রন (গ) অ্যাক্সন (ঘ) ডেনড্রন
উত্তরঃ (ক) নিউরোন
(১.২) অক্ষিগোলকের কোন্ অংশটি আলোক সুবেদী? – (ক) লেন্স (খ) স্ক্লেরা (গ) রেটিনা (ঘ) কোরয়েড
উত্তরঃ (গ) রেটিনা
(১.৩) মানবদেহের গমনের সময় ভারসাম্য নিয়ন্ত্রনকারী অংশটি হল – (ক) গুরুমস্তিষ্ক (খ) পনস্ (গ) লঘুমস্তিষ্ক (ঘ) সুষুম্নাশীর্ষক
উত্তরঃ (গ) লঘুমস্তিষ্ক
(১.৪) চোখের প্রতিসারক মাধ্যম নয় – (ক) আইরিশ (খ) লেন্স (গ) অ্যাকুয়াস হিউমর (ঘ) ভিট্রিয়াস হিউমর
উত্তরঃ (ক) আইরিশ
(১.৫) একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল – (ক) অপটিক (খ) ভেগাস (গ) অটিউলোমোটর (ঘ) অডিটরি
উত্তরঃ (গ) অটিউলোমোটর
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে ___________ বলে।
উত্তরঃ প্রতিবর্ত পথ
(২.২) কর্নিয়ার ওপরের স্বচ্ছ পাতলা তন্তুময় পর্দাকে ___________ বলে।
উত্তরঃ কনজাংটিভ
(২.৩) মানুষের উচ্চ মানসিক গুনাবলি নিয়ন্ত্রিত হয় ____________ দ্বারা।
উত্তরঃ গুরুমস্তিষ্ক
** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপন করোঃ
(২.৪) অ্যাক্সন হল চেষ্টীয় প্রবর্ধক।
উত্তরঃ সত্য
(২.৫) জন্মের সঙ্গে সঙ্গে স্তন্যপানের ইচ্ছা হল একপ্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
উত্তরঃ সত্য
(২.৬) পিউপিলের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে।
উত্তরঃ সত্য
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখোঃ
(২.৭) মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কী?
উত্তরঃ সায়াটিক স্নায়ু
(২.৮) নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
ঘ্রানে লালা ক্ষরনঃজন্মগত প্রতিবর্তঃঃশিশুর কথা বলতে শেখাঃ___________।
উত্তরঃ অর্জিত প্রতিবর্ত
(২.৯) মস্তিষ্কের মেনিনজেসের প্রদাহজনিত শারীরিক অসুস্থতাকে কী বলে?
উত্তরঃ মেনিনজাইটিস
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) প্রানীদের বুদ্ধি,চিন্তা,স্মৃতিশক্তি,দর্শন,শ্রবন ইত্যাদি নিয়ন্ত্রন করা (ক) থ্যালামাসের কাজ
(২.১১) দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করা (খ) হাইপোথ্যালামাসের কাজ
(২.১২) চাপ,তাপ,বেদনা ইত্যাদি নিয়ন্ত্রন করা (গ) গুরুমস্তিষ্কের কাজ
(২.১৩) ক্ষুধা,তৃষ্ণা,খাদ্যগ্রহন,নিদ্রা ও জাগ্রত অবস্থা ইত্যাদি নিয়ত্রন করা(ঘ) লঘুমস্তিষ্ক
(২.১৪) নিউরোনের প্রাথমিক আবরনী (ঙ) মধ্যমস্তিষ্কের কাজ
(চ) নিউরোলেমা
উত্তরঃ (২.১০) প্রানীদের বুদ্ধি,চিন্তা,স্মৃতিশক্তি,দর্শন,শ্রবন ইত্যাদি নিয়ন্ত্রন করা -> (গ) গুরমস্তিষ্কের কাজ (২.১১) দেহের ভারসাম্য নিয়ন্ত্রন
করা -> (ঘ) লঘুমস্তিষ্কের কাজ (২.১২) চাপ,তাপ,বেদনা ইত্যাদি নিয়ন্ত্রন করা -> (ক) থ্যালামাসের কাজ (২.১৩) ক্ষুধা,তৃষ্ণা,খাদ্যগ্রহন,নিদ্রা ও জাগ্রত অবস্থা ইত্যাদি নিয়ন্ত্রন করা -> (খ) হাইপোথ্যালামাসের কাজ (২.১৪) নিউরোনের প্রাথমিক আবরনী -> (চ) নিউরোলেমা
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো? একটি উদাহরন দাও।
উত্তরঃ নিজে করো।
(৩.২) নিউরোন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৩) স্যাইন্যাপস্ কী? একটি উদাহরন দাও।
উত্তরঃ নিজে করো।
(৩.৪) অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য নিরূপন করো।
উত্তরঃ নিজে করো।
(৩.৫) অক্ষিগোলকের দুটি প্রতিসারক মাধ্যমের নাম লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৬) স্নায়ুতন্ত্র ও হরমোনের দুটি পার্থক্য উল্লেখ করো।
উত্তরঃ নিজে করো।
(৩.৭) অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৪.১) একটি আদর্শ স্নায়ুকোশের চিহ্নিত চিত্রাঙ্কন করো।
উত্তরঃ নিজে করো।
(৪.২) ডেনড্রন ও অ্যাক্সনের কাজ কী? অন্তর্বাহী ও বর্হিবাহী স্নায়ুর বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৪.৩) গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের কার্যগত পার্থক্য লেখো। থ্যালামাস, হাইপোথ্যালামাস ও সুষুম্নাশীর্ষকের একটি করে কাজের উল্লেখ করো।
উত্তরঃ নিজে করো।
(৪.৪) একটি স্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্রাঙ্কন করো।
উত্তরঃ নিজে কর।
(৪.৫) জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখো। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি উদাহরন লেখো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment