Madhyamik Life Suggestion 2020 – উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরোমোন
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করে লেখোঃ
(১.১) জীবদেহে রাসায়নিক সমন্বয়-সাধনের কাজ করে – (ক) ফেরোমোন (খ) উৎসেচক (গ) ভিটামিন (ঘ) হরমোন
উত্তরঃ (ঘ) হরমোন
(১.২) উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হল – (ক) জিব্বেরেলিন (খ) অক্সিন (গ) সাইটোকাইনিন (ঘ) ফ্লোরিজেন
উত্তরঃ (ক) জিব্বেরেলিন
(১.৩) নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় – (ক) পারথেনোজেনেসিস (খ) পারথেনোকার্পি (গ) অ্যাপোগ্যামি (ঘ) অ্যাপোস্পোরি
উত্তরঃ (খ) পারথেনোকার্পি
(১.৪) একটি কৃত্রিম হরমোন হল – (ক) IAA (খ) NAA (গ) GA (ঘ) সাইটোকাইনিন
উত্তরঃ (খ) NAA
(১.৫) বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে – (ক) ইথিলিন (খ) অক্সিন (গ) সাইটোকাইনিন (ঘ) ফ্লোরিজেন
উত্তরঃ (খ) অক্সিন
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) উদ্ভিদের ক্ষেত্রে প্রধান সমন্বয়কারী হল ___________ ।
উত্তরঃ হরমোন
(২.২) নাইট্রোজেনবিহীন একটি হরমোন হল __________।
উত্তরঃ জিব্বেরেলিন
(২.৩) একটি বৃদ্ধিরোধক গ্যাসীয় উদ্ভিদ হরমোন হল ___________।
উত্তরঃ ইথিলিন
** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৪) ক্রিয়ার পর হরমোন বিনষ্ট হয়।
উত্তরঃ সত্য
(২.৫) কৃত্রিম হরমোনকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার-ও বলা হয়।
উত্তরঃ সত্য
(২.৬) ডাবের জলে যে ফাইটোহরমোনটি পাওয়া যায়, সেটি হল সাইটোকাইনিন।
উত্তরঃ সত্য
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.৭) হরমোন কথাটির আক্ষরিক অর্থ কি?
উত্তরঃ উত্তেজিত করা বা জাগ্রত করা।
(২.৮) বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ
ফাইটোহরমোন, বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ, রাসায়নিক সমন্বয় সাধন, নিউরোন
উত্তরঃ নিউরোন (নিউরোন ছাড়া বাকিগুলি সম্পর্কযুক্ত)
(২.৯) IAA এর পুরো নামটি কি?
উত্তরঃ ইনডোল অ্যাসিটিক অ্যাসিড
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) ফল পাকাতে সাহায্য করে (ক) সাইটোকাইনিন
(২.১১) উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে (খ) অক্সিন
(২.১২) বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে (গ) ইথিলিন
(২.১৩) উদ্ভিদের কোশ বিভাজন ও বার্ধক্য রোধ করে (ঘ) জিব্বেরেলিন
(২.১৪) নাইট্রোজেনবিহীন বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদ হরমোন (ঙ) ফ্লোরিজেন
(চ) IAA
উত্তরঃ (২.১০) ফল পাকাতে সাহায্য করে -> (গ) ইথিলিন (২.১১) উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে -> (খ) অক্সিন (২.১২) বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে -> (ঘ) জিব্বেরেলিন (২.১৩) নাইট্রোজেনবিহীন বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদ হরমোন -> (চ) IAA
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) অক্সিন হরমোনের দুটি ব্যাবহারিক প্রয়োগ লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.২) জিব্বেরেলিন হরমোনের দুটি ভূমিকা উল্লেখ করো।
উত্তরঃ নিজে করো।
(৩.৩) হরমোন ও উৎসেচকের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৪) উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৫) পার্থেনোকার্পি কাকে বলে? এই প্রক্রিয়ায় সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৬) অক্সিন ও জেব্বেরেলিনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ
(৪.১) কৃষিকার্যে অক্সিন ও জিব্বেরেলিনের প্রয়োগ আলোচনা করো। হরমোনকে ‘রাসায়নিক দূত’ বলে কেন?
উত্তরঃ নিজে করো।
(৪.২) অক্সিন, জেব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের উৎস লেখো। উদ্ভিদদেহে সাইটোকাইনিনের প্রধান দুটি ভূমিকা লেখো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment