Madhyamik Life Science Suggestion – প্রানীদেহে সাড়াপ্রদাহের একটি প্রকার হিসেবে গমন
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটির সম্পূর্ন করে লেখোঃ
(১.১) অ্যামিবার গমনাঙ্গ হল – (ক) সিলিয়া (খ) ফ্ল্যাজেলা (গ) ক্ষনপদ (ঘ) সিটা
উত্তরঃ (গ) ক্ষনপদ
(১.২) অস্থি যার মাধ্যমে পেশির সঙ্গে যুক্ত থাকে, তা হল – (ক) লিগামেন্ট (খ) তন্তু (গ) ফাইব্রিল (ঘ) টেনডন
উত্তরঃ (ঘ) টেনডন
(১.৩) মায়াটোম পেশি দেখা যায় – (ক) ব্যাঙে (খ) মাছে (গ) আরশোলায় (ঘ) কেঁচোতে
উত্তরঃ (খ) মাছে
(১.৪) হাঁটু ও কনুইতে থাকে – (ক) বল ও সকেট সন্ধি (খ) কৌনিক সন্ধি (গ) কবজা সদ্ধি (ঘ) স্যাডল সন্ধি
উত্তরঃ (গ) কবজা সন্ধি
(১.৫) পায়রার ডানায় রেমিজেসের সংখ্যা হল – (ক) ১২ টি (খ) ২৩ টি (গ) ২৯ টি (ঘ) ৩২ টি
উত্তরঃ (খ) ২৩ টি
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) ___________ পেশির আকৃতি ‘V’ এর মতো।
উত্তরঃ মায়োটম
(২.২) ___________ হল গমনের সময় দেহের ভারসাম্য রক্ষাকারী একটি অঙ্গ।
উত্তরঃ হাত
(২.৩) কনুই ভাঁজ করলে ___________ পেশি সংকুচিত হয়।
উত্তরঃ বাইসেপস্
** নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৪) পুচ্ছ পাখনা বা ল্যাজ মাছের গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে।
উত্তরঃ সত্য
(২.৫) সিউডোপোডিয়ার অপর নাম ক্ষণপদ।
উত্তরঃ সত্য
(২.৬) বল ও সকেট সন্ধিতে অস্থি গুলি বিভিন্ন দিকে বিচলনে সক্ষম।
উত্তরঃ সত্য
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.৭) দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কী বলে?
উত্তরঃ অস্থিসন্ধি
(২.৮) নীচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
ডেলটয়েড পেশিঃঅ্যাবডাকশনঃঃ ল্যাটিসিমাসডরসি পেশিঃ ____________।
উত্তরঃ অ্যাডাকশন
(২.৯) পাখির ডানায় পালককে কী বলা হয়?
উত্তরঃ রেমিজেস
** ‘ক’ স্তম্ভের ‘খ’ স্তম্ভ থেকে মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১০) সিলিয়া (ক) ইউগ্লিনা
(২.১১) ডানা (খ) অ্যামিবা
(২.১২) ক্ষণপদ (গ) পায়রা
(২.১৩) ফ্ল্যাজেলা (ঘ) প্যারামেসিয়াম
(২.১৪) মায়োটম পেশি (ঙ) মাছ
(চ) ‘V’ আকৃতির পেশি
উত্তরঃ (২.১০) সিলিয়া -> (ঘ) প্যারামেসিয়াম (২.১১) ডানা -> (গ) পায়রা (২.১২) ক্ষণপদ -> (খ) অ্যামিবা (২.১৩) ফ্ল্যাজেলা -> (ক) ইউগ্লিনা (২.১৪) মায়োটম পেশি -> (চ) ‘V’ আকৃতির পেশি
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) সচল সন্ধি কাকে বলে? একটি উদাহরন দাও।
উত্তরঃ নিজে করো।
(৩.২) কবজা সন্ধি এবং বল ও সকেট অস্থিসন্ধির একটি করে কাজ লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৩) মানুষের গমনের সময় কোন্ কোন্ অঙ্গ দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে?
উত্তরঃ নিজে করো।
(৩.৪) রোটেটর পেশি কাকে বলে? একটি উদাহরন দাও।
উত্তরঃ নিজে করো।
(৩.৫) ফ্লেক্সন ও এক্সটেনশন বলতে কী বোঝো।
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৪.১) গমন কীরূপে চলনের ওপর নির্ভরশীল? চলন ও গমনের তিনটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৪.২) অ্যামিবার গমন পদ্ধতিটি বর্ণনা করো।
উত্তরঃ নিজে করো।
(৪.৩) মাছের গমনের সঙ্গে জড়িত অঙ্গের নাম উল্লেখ করে গমনে তাদের ভূমিকা উল্লেখ করো।
উত্তরঃ নিজে করো।
No comments:
Post a Comment