Friday, December 2, 2022

Madhyamik Life Science Suggestion – বৃদ্ধি ও বিকাশ | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

 

Madhyamik Life Science Suggestion – বৃদ্ধি ও বিকাশ

 

বিভাগ ‘ক’

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিকসংখ্যাসহ বাক্যটি সম্পূর্ন করোঃ

 

(১.১) মানুষের বিকাশের দশা হল – (ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি

 

উত্তরঃ (ঘ) ৫ টি

 

(১.২) কোন্‌ বয়সকে ‘ঝঞ্ঝাবিক্ষুদ্ধ কাল’ বলা হয় – (ক) শৈশব (খ) বয়ঃসন্ধি (গ) পরিনত (ঘ) বার্ধক্য

 

উত্তরঃ (খ) বয়ঃসন্ধি

 

(১.৩) মানুষের বয়ঃসন্ধিকাল হল – (ক) ৪ – ১২ বছর (খ) ১২ – ২০ বছর (গ) ৮ – ১৬ বছর (ঘ) ১৮ – ২৫ বছর

 

উত্তরঃ (খ) ১২ – ২০ বছর

 

(১.৪) বহুকোশী জীবের বৃদ্ধিতে কটি দশা দেখা যায় – (ক) ৩ টি (খ) ৪ টি (গ) ৫ টি (ঘ) ৬ টি

 

উত্তরঃ (ক) ৩ টি

 

(১.৫) মানুষের মুখ্য বৃদ্ধি কাল হল – (ক) বার্ধক্য (খ) পরিনত (গ) বয়ঃসন্ধি (ঘ) শৈশব

 

উত্তরঃ (গ) বয়ঃসন্ধি

 

বিভাগ ‘খ’

 

২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ

 

** নীচের বাক্য গুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরন করোঃ

 

(২.১) বৃদ্ধির ফলে জীবদেহের শুষ্ক ওজন _________।

 

উত্তরঃ বাড়ে

 

(২.২) জিন হল বৃদ্ধির একটি __________ শর্ত।

 

উত্তরঃ অভ্যন্তরীন

 

(২.৩) উদ্ভিদের ক্ষেত্রে ________ কলার নীচের কোশস্তরে বৃদ্ধিকরন দশা দেখা যায়।

 

উত্তরঃ ভাজক ।

 

** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ

 

(২.৪) মাইটোসিস কোশ বিভাজনের দ্বারা কোশের সংখ্যা বাড়ে।

 

উত্তরঃ সত্য

 

(২.৫) ক্রমাগত জল গ্রহন বা জৈব বস্তুর সংশ্লেষের ফলে কোশের আকার বাড়ে।

 

উত্তরঃ সত্য
(২.৬) বার্ধক্য দশায় স্মৃতিশক্তি হ্রাস পায়।

 

উত্তরঃ সত্য

 

** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ

 

(২.৭) নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

 

১৯ বছর-৬০বছরঃপরিনত দশাঃঃ৬০বছরের ঊর্ধেঃ ____________।

 

উত্তরঃ বার্ধক্য দশা

 

(২.৮) বৃদ্ধির দুটি অভ্যন্তরীন শর্তের নাম লেখো।

 

উত্তরঃ হরমোন ও জিন

 

(২.৯) কলা গঠিত হয় কোন্‌ বৃদ্ধি দশায়?

 

উত্তরঃ কোশীয় বিভেদন দশায়

 

** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে মিলিত লেখোঃ

 

‘ক’ স্তম্ভ                           ‘খ’ স্তম্ভ

 

(২.১০) উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি                  (ক) বয়ঃসন্ধি

 

(২.১১) শৈশবের পরবর্তী বিকাশ দশা     (খ) প্রাথমিক বৃদ্ধি

 

(২.১২) জীবের শুষ্ক ওজন বৃদ্ধি              (গ) গৌন বৃদ্ধি

 

(২.১৩) উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি                    (ঘ) উপচিতি বিপাক

 

(২.১৪) মানব বিকাশ                            (ঙ) অপচিতি বিপাক

 

(চ) ৫ টি দশা

 

উত্তরঃ (২.১০) উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি -> (খ) প্রাথমিক বৃদ্ধি (২.১১) শৈশবের পরবর্তী বিকাশ দশা -> (ক) বয়ঃসন্ধি (২.১২) জীবের শুষ্ক ওজন বৃদ্ধি -> (ঘ) উপচতি বিপাক (২.১৩) উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি -> (গ) গৌন বৃদ্ধি (২.১৪) মানব বিকাশ -> (চ) ৫ টি দশা

 

বিভাগ ‘গ’

 

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

 

(৩.১) বয়ঃসন্ধিকাল দশার দুটি বৈশিষ্ট্য লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.২) কোশ বিভাজন দশা বলতে কী বোঝো?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৩) বার্ধক্য দশার দুটি বৈশিষ্ট্য লেখো।

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৪) প্রাক্‌জন্মস্তর বলতে কী বোঝো?

 

উত্তরঃ নিজে করো।

 

(৩.৫) কোশ্‌ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কী?

 

উত্তরঃ নিজে করো।

 

বিভাগ ‘ঘ’

 

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

 

(৪.১) বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক কী?

 

উত্তরঃ নিজে করো।

No comments:

Post a Comment