Thursday, November 24, 2022

ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান – বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Science

 

বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) | West Bengal Class 6 Science

ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) West Bengal Class 6 Science : ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান – বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Science নিচে দেওয়া হলো। এই ষষ্ঠ শ্রেণীর  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 6 Science Question and Answer, Suggestion, Notes – বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 6th Six VI Science Examination – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 তোমরা যারা বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) – ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Science Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Science Question and Answer 

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান – বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Science

  1. সূর্য → গাছ → ফড়িং → ব্যাং → সাপ → ময়ুর → বাঘ ওপরের খাদ্য-খাদক সম্পর্কযুক্ত তালিকাটি হল—

(A) খাদ্য পিরামিড

(B) খাদ্যজালক

(C) খাদ্যশৃঙ্খল

(D) খাদ্যপ্রবাহ-এর উদাহরণ

Ans. C

  1. ঘর্ষণের ফলে উৎপন্ন হয়—

(A) আলো

(B) তাপ

(C) তড়িৎ

(D) শব্দ

Ans. B

  1. পেট্রোলিয়াম থেকে আমরা কোন জ্বালানি পাই?

(A) পেট্রোল

(B) কেরোসিন

(C) ডিজেল

(D) সবগুলিই

Ans. D

  1. নীচের কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক নয়?

(A) ঘাস → গঙ্গাফড়িং → ব্যাং → সাপ → বেজি

(B) গাছের পাতা → পঙপাল → শালিক পাখি

(C) গাছের পাতা → খরগোশ → বাজপাখি

(D) ঘাস → হরিণ → সাপ

Ans. D

  1. SI-তে ওজনের একক হল—

(A) ডাইন

(B) আগ

(C) নিউটন

(D) জুল

Ans. C

  1. খাদ্যশৃঙ্খলে উৎপাদক হল—

(A) সবুজ উদ্ভিদ

(B) সাপ

(C) হরিণ

Ans. A

  1. তলের মসৃণতা যত বেশি হয় –

(A) ঘর্ষণ তত বেশি হয়

(B) ঘর্ষণ তত কম হয়

(C) ঘর্ষণে তত বেশি তাপ উৎপন্ন হয়

(D) ঘর্ষণে তত বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়

Ans. B

  1. একটি পাথরকে ওপরদিকে ছোড়া হল ঘটনাটিতে রূপান্তর ঘটে—

(A) গতিশক্তি থেকে স্থিতিশক্তি

(B) স্থিতিশক্তি থেকে গতিশক্তি

(C) যান্ত্রিক শক্তি থেকে শব্দশক্তি

Ans. A

  1. স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলে—

(A) পারমাণবিক শক্তি

(B) যান্ত্রিক শক্তি

(C) রাসায়নিক শক্তি

Ans. B

  1. পেট্রোলিয়াম থেকে আমরা কোন জ্বালানি পাই?

(A) পেট্রোল

(B) কেরোসিন

(C) ডিজেল

(D) সবগুলিই

Ans. D

  1. পরস্পরের সাথে সম্পর্ক আছে এমন খাদ্যশৃঙ্খলগুলি মিলে তৈরি হয়—

(A) খাদ্যপিরামিড

(B) পুষ্টিস্তর

(C) খাদ্যজাল

Ans. C

  1. একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছুদূর গিয়ে থেমে যায়। ঘটনার জন্য দায়ী

(A) বলটির উপরিতলের ক্ষেত্রফল

(B) বলটির আকৃতি

(C) ঘর্ষণ বল

(D) বলটির গতি

Ans. C

  1. একটি দ্বিতীয় শ্রেণির খাদক হল—

(A) ব্যাং

(B) গোরু

(C) ফড়িং

Ans. A

  1. বিজ্ঞানী লিন্ডেম্যান এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তির প্রবাহ ব্যাখ্যার যে সূত্র প্রবর্তন করেন তা হল

(A) পাঁচ শতাংশ সূত্র

(B) সাত শতাংশ সূত্র

(C) দশ শতাংশ সূত্র

(D) পনেরো শতাংশ সূত্র

Ans. C

  1. জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে

(A) সূর্য

(B) চাঁদ

(C) বায়ু

(D) কোনোটিই নয়

Ans. A

  1. যে বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন করে তাকে বলে—

(A) গতিশীল বস্তু

(B) স্থির বস্তু

(C) কোনোটিই নয়

Ans. A

  1. স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলে—

(A) পারমাণবিক শক্তি

(B) যান্ত্রিক শক্তি

(C) রাসায়নিক শক্তি

Ans. B

  1. সৌরশক্তি খাদ্যের মধ্যে জমা থাকে—

(A) গতিশক্তি রূপে

(B) রাসায়নিক শক্তি রূপে

(C) তাপশক্তি রূপে

Ans. B

  1. নীচের কোন্ ক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছে?

(A) একটি রবার ব্যান্ডকে দু-পাশ থেকে টান দেওয়া হল

(B) একটি স্প্রিংকে দু-পাশ থেকে চাপ দেওয়া হল

(C) একটি ফুটবলে কিক করা হল

(D) ওপরের সবকটিই ঠিক

Ans. D

  1. প্রথম শ্রেণির খাদক হল—

(A) ব্যাং

(B) ফড়িং

(C) কাক

(D) শেয়াল

Ans. B

  1. ঘর্ষণের ফলে বস্তুর —

(A) উষ্ণতা বাড়ে

(B) উষ্ণতা হ্রাস পায়

(C) উষ্ণতা একই থাকে

(D) কোনোটিই নয়

Ans. A

  1. ইলেকট্রিক হর্ন বাজানো হল— ঘটনাটিতে

(A) যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তর হয়েছে

(B) তাপশক্তি শব্দশক্তিতে রূপান্তর হয়েছে

(C) বৈদ্যুতিক শক্তি শব্দশক্তিতে রূপান্তর হয়েছে

(D) রাসায়নিক শক্তি শব্দশক্তিতে রূপান্তর হয়েছে

Ans. C

  1. পরিবেশে শক্তির প্রবাহ সর্বদা

(A) একমুখী

(B) দ্বিমুখী

(C) ত্রিমুখী

(D) চতুর্মুখী

Ans. A

  1. সুইচ অন করলে পাখা চলল এখানে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়—

(A) তাপশক্তিতে

(B) যান্ত্রিক শক্তিতে

(C) শব্দশক্তিতে

Ans. B

  1. ঘর্ষণের ফলে উৎপন্ন হয়—

(A) আলো

(B) তাপ

(C) তড়িৎ

(D) শব্দ

Ans. B

  1. পোড়াচুন ও জলের বিক্রিয়ায় উৎপন্ন হয়

(A) তাপশক্তি থেকে রাসায়নিক শক্তি

(B) তড়িৎশক্তি থেকে তাপশক্তি

(C) রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি

(D) কোনোটিই নয়

Ans. C

  1. সৌর কুকার চালু করা হল। কোন্ শক্তি কোন্ শক্তিতে রুপ বদলাচ্ছে?

(A) তাপশক্তি → আলোকশক্তি

(B) আলোকশক্তি → তাপশক্তি

(C) রাসায়নিক শক্তি → তাপশক্তি

(D) পারমাণবিক শক্তি → রাসায়নিক শক্তি

Ans. B

  1. SI-তে ওজনের একক হল—

(A) ডাইন

(B) আগ

(C) নিউটন

(D) জুল

Ans. C

  1. ডাইন কীসের একক?

(A) চাপ

(B) শক্তি

(C) ভর

(D) বল

Ans. D

  1. একটি দ্বিতীয় শ্রেণির খাদক হল—

(A) ব্যাং

(B) গোরু

(C) ফড়িং

Ans. A

  1. সূর্য → গাছ → ফড়িং → ব্যাং → সাপ → ময়ুর → বাঘ ওপরের খাদ্য-খাদক সম্পর্কযুক্ত তালিকাটি হল—

(A) খাদ্য পিরামিড

(B) খাদ্যজালক

(C) খাদ্যশৃঙ্খল

(D) খাদ্যপ্রবাহ-এর উদাহরণ

Ans. C

  1. রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে রুপান্তরিত হয়

(A) বৈদ্যুতিক বাতিতে

(B) ব্যাটারিতে

(C) বৈদ্যুতিক মোটরে

Ans. B

  1. শক্তির 10% সূত্রটি প্রবর্তন করেছেন

(A) ডারউইন

(B) আইনস্টাইন

(C) লিন্ডেম্যান

Ans. C

  1. খাদ্যশৃঙ্খলে উৎপাদক হল—

(A) সবুজ উদ্ভিদ

(B) সাপ

(C) হরিণ

Ans. A

  1. নীচের কোন্ ক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছে?

(A) একটি রবার ব্যান্ডকে দু-পাশ থেকে টান দেওয়া হল

(B) একটি স্প্রিংকে দু-পাশ থেকে চাপ দেওয়া হল

(C) একটি ফুটবলে কিক করা হল

(D) ওপরের সবকটিই ঠিক

Ans. D

  1. ট্রফিক লেভেল-এর কত শতাংশ শক্তি দেহ গঠনের কাজে লাগে?

(A) 15%

(B) 20%

(C) 10%

Ans. C

  1. হাততালি দেওয়ার সময় কোন্ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়?

(A) রাসায়নিক শক্তি

(B) পারমাণবিক শক্তি

(C) যান্ত্রিক শক্তি

(D) তাপশক্তি

Ans. C

  1. পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হল—

(A) উদ্ভিদ

(B) জল

(C) সূর্য

(D) খাদ্য

Ans. C

  1. নীচের কোন্ কাজে ‘ঠেলা’ হয়?

(A) ড্রয়ার খোলা

(B) ফুল তোলা

(C) প্লাগ গোঁজা

Ans. C

  1. জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে

(A) সূর্য

(B) চাঁদ

(C) বায়ু

(D) কোনোটিই নয়

Ans. A

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান – বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Science

  1. স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলে_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. যান্ত্রিক শক্তি

  1. টারবাইন কী কাজে ব্যবহৃত হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. খরস্রোতা নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসিয়ে তড়িৎশক্তি উৎপন্ন করা হয়।

  1. একটি দ্বিতীয় শ্রেণির খাদক তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? (এক কথায় উত্তর দাও)

Ans. একটি দ্বিতীয় শ্রেণির খাদক তার প্রয়োজনীয় শক্তি পায় প্রথম শ্রেণির খাদক থেকে।

  1. কোন্ কোন্ শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. গতিশক্তি ও স্থিতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে।

  1. SI-তে বলের একক লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. SI-তে বলের একক নিউটন।

  1. এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে_________প্রবাহিত হয়। (শূন্যস্থান পূরন করো)

Ans. শক্তি

  1. কোনো বস্তুর সংকোচন বা প্রসারণের জন্য বল প্রয়োগের প্রয়োজন হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. গাড়ির টায়ার ক্ষয় পায় টায়ারের উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. পরিবেশের স্বভোজী উদ্ভিদকে_________বলে। (শূন্যস্থান পূরন করো)

Ans. উৎপাদক

  1. স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে কেন? (এক কথায় উত্তর দাও)

Ans. বহু কোটি বছর ধরে গাছপালার অবশেষ মাটির নীচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। তাই একে জীবাশ্ম জ্বালানি বলে।

  1. চুম্বক নির্দিষ্ট কিছু বস্তুর ওপরই_________প্রয়োগ করতে পারে। (শূন্যস্থান পূরন করো)

Ans. বল

  1. যে-কোনো তলের উপরিভাগে অসংখ্য উঁচুনীচু অংশ থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. কয়লা ও পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. সূর্য

  1. ঘর্ষণ বল, ঘর্ষণ তলের ক্ষেত্রফল না তার প্রকৃতির ওপর নির্ভর করে? (এক কথায় উত্তর দাও)

Ans. ঘর্ষণ বল ঘর্ষণ তলের প্রকৃতির ওপর নির্ভর করে।

  1. কোনো বস্তুকে কোনো একটি তলের ওপর জোরে চেপে রাখা হলে বস্তু ও তলটির সংযোগস্থলে ঘর্ষণ বল বেড়ে যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. গতিশীল বা সচল বস্তুর অবস্থাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. গতিশীল বা সচল বস্তুর অবস্থাকে গতি বলে।

  1. সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. সব ধরনের শক্তি শেষ পর্যন্ত তাপশক্তিতে রূপান্তরিত হয়।

  1. কোনো তলই সম্পূর্ণ মসৃণ নয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. পরিবেশের স্বভোজী উদ্ভিদকে_________বলে। (শূন্যস্থান পূরন করো)

Ans. উৎপাদক

  1. এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে স্থানান্তরণের সময় শক্তির অপচয়কে কোন্ সুত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রের মাধ্যমে।

  1. রাসায়নিক পরিবর্তনে অণুর গঠন বদলে যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. যে বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন করে তাকে কী বস্তু বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে।

  1. বাস্তুতন্ত্রের পুষ্টিস্তরভিত্তিক পিরামিডকে এককথায়_________বলে। (শূন্যস্থান পূরন করো)

Ans. খাদ্য পিরামিড

  1. নদীর স্রোত থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. ব্যাটারিচালিত খেলনায় শক্তির রূপান্তরটি হল: রাসায়নিক শক্তি→তড়িৎশক্তি→যান্ত্রিক শক্তি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. উদ্ভিদ তার দেহে যে খাদ্য তৈরি করে সেই খাদ্যে শক্তির উৎস কী? (এক কথায় উত্তর দাও)

Ans. উদ্ভিদ তার দেহে যে খাদ্য তৈরি করে সেই খাদ্যে শক্তির উৎস সূর্য।

  1. রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় এমন একটি উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)

Ans. পোড়া চুনে জল দেওয়া হলে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।

  1. বাস্তুতন্ত্রের পুষ্টিস্তরভিত্তিক পিরামিডকে এককথায়_________বলে। (শূন্যস্থান পূরন করো)

Ans. খাদ্য পিরামিড

  1. উদ্ভিদ নিজেই নিজের দেহে খাদ্য তৈরি করে_________-এর আলোর সাহায্যে। (শূন্যস্থান পূরন করো)

Ans. সূর্য

সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 | ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান – বল ও শক্তির প্রাথমিক ধারণা (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Science

  1. স্থিতি কাকে বলে?

Ans. আপডেট করা হবে।

  1. একটি ধাতু নির্মিত চাবির রিং নিয়ে সিমেন্টের মেঝের ওপর বেশ কিছু সময় ধরে রিংটাকে ঘষতে থাকো। এরপর রিংটি স্পর্শ করলে কী অনুভব করা যাবে এবং কেন? রিংটিকে সিমেন্টের মেঝেতে বেশ কিছু সময় ধরে ঘষতে থাকলে রিংটি গরম হয়ে যাবে। এর কারণ হল রিংটির সাথে মেঝের ঘর্ষণের ফলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং রিংটি গরম হয়ে ওঠে।

Ans. আপডেট করা হবে।

  1. খাদ্যশৃঙ্খল বলতে কী বোঝ?

Ans. আপডেট করা হবে।

  1. ফড়িং, সাপ, ব্যাং, সূর্য, ময়ুর এবং সবুজ গাছকে পর্যায়ক্রমে বসিয়ে একটি শক্তিপ্রবাহ খাদ্যশৃঙ্খলের মাধ্যমে দেখাও।

Ans. আপডেট করা হবে।

  1. আদিম যুগের মানুষও স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরের কৌশল জানত। ভেবে দ্যাখোতো কীভাবে তারা এর ব্যবহার করত।

Ans. আপডেট করা হবে।

  1. দৈনন্দিন জীবনে সৌরশক্তির প্রত্যক্ষ ব্যবহার লেখো।

Ans. আপডেট করা হবে।

  1. দেশলাই কাঠির বারুদের অংশ দেশলাই বাক্সের গায়ে বারুদ লাগানো অংশে ঘষলে জ্বলে ওঠে কেন?

Ans. আপডেট করা হবে।

  1. বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দাও।

Ans. আপডেট করা হবে।

  1. স্থিতিশক্তি বলতে কী বোঝ? উদাহরণ দাও। 1+1

Ans. আপডেট করা হবে।

  1. স্থিতি ও গতির মধ্যে পার্থক্য নিরুপণ করো।

Ans. আপডেট করা হবে।

  1. আদিম যুগের মানুষও স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরের কৌশল জানত। ভেবে দ্যাখোতো কীভাবে তারা এর ব্যবহার করত।

Ans. আপডেট করা হবে।

  1. ঘর্ষণ বল আছে বলে আমরা কী কী সুবিধা পেতে পারি?

Ans. আপডেট করা হবে।

  1. বায়ুপ্রবাহের দিকে কোনো নৌকার গতির অভিমুখ হলে, পাল তুললে কী সুবিধা হয় এবং কেন?

Ans. আপডেট করা হবে।

  1. টেবিলের ওপর রাখা একটি বইকে ঠেলতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় যদি ওই বইটার ওপর আরও কয়েকটা বই রাখা হয় তবে তাকে ঠেলতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয় কেন?

Ans. আপডেট করা হবে।

  1. গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য আসে—একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

Ans. আপডেট করা হবে।

No comments:

Post a Comment