মানচিত্র (একাদশ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Geography Question and Answer
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন –
(A) পঞ্চদশ
(B) দ্বাদশ
(C) ষোড়শ
(D) একাদশ শতাব্দীতে
Ans. C
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়—
(A) ভারতে
(B) ব্যাবিলনে
(C) গ্রিসে
(D) নেপালে
Ans. B
- ভারত এশিয়া মহাদেশের
(A) দক্ষিণে
(B) উত্তরে
(C) পূর্বে
(D) পশ্চিমে অবস্থিত
Ans. A
- প্রথম ‘Atlas’ তৈরি করেন—
(A) টলেমি
(B) নিউটন
(C) মার্কেটর
Ans. C
- ম্যাপ শব্দটি এসেছে ‘ম্যাপা’ থেকে, এটি একটি
(A) সংস্কৃত
(B) গ্রিক
(C) লাতিন
(D) ইংরেজি শব্দ
Ans. C
- মানচিত্রে ‘PS’ অক্ষর দুটি ব্যবহৃত হয়—
(A) ডাকঘর
(B) পুলিশ কার্যালয়
(C) মন্দির
(D) মসজিদ বোঝাতে
Ans. B
- বড়ো স্কেল মানচিত্রে এক সেমি মানচিত্র দূরত্ব সমান—
(A) 1 কিমি
(B) 2 কিমি
(C) 3 কিমি
(D) 4 কিমি
Ans. B
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আঁকা হয়েছিল—
(A) পোড়ামাটি
(B) বেলেপাথর
(C) চুনাপাথর
(D) মার্বেলের ওপর
Ans. A
- মানচিত্র দূরত্ব সবসময় ভূমিভাগের দূরত্ব থেকে—
(A) খুব বড়ো
(B) ছোটো
(C) বড়ো
(D) সমান হয়
Ans. B
- পর্বত, মালভূমি, সমভূমি, নদ-নদী একত্রে দেখানো হয়—
(A) ভূমিরূপ
(B) ভূতত্ত্ব
(C) প্রাকৃতিক
(D) রাজনৈতিক মানচিত্রে
Ans. C
- মানচিত্র প্রস্তুতের আধুনিকতম উপায় হল—
(A) জরিপ
(B) বিমানচিত্র
(C) উপগ্রহ চিত্র
(D) সাধারণ চিত্র
Ans. C
- প্রশাসনিক স্তরের সবচেয়ে ছোটো একক হল—
(A) রাজ্য
(B) জেলা
(C) ব্লক
(D) মৌজা
Ans. D
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়—
(A) ভারতে
(B) ব্যাবিলনে
(C) গ্রিসে
(D) নেপালে
Ans. B
- মানচিত্রে থাকতেই হবে—
(A) স্কেল
(B) প্রতীক চিহ্ন
(C) দূরত্ব
(D) নির্দেশিকা
Ans. A
- ভারত এশিয়া মহাদেশের
(A) দক্ষিণে
(B) উত্তরে
(C) পূর্বে
(D) পশ্চিমে অবস্থিত
Ans. A
- গ্রামাঞ্চলে ভূমির নির্দিষ্ট দাগ নম্বর অনুযায়ী তৈরি মানচিত্রকে বলে –
(A) ভূবৈচিত্র্যসূচক
(B) মৌজা
(C) দেয়াল মানচিত্র
(D) অ্যাটলাস
Ans. B
- প্রথম মানচিত্র বইটির নামকরণ হয়েছিল গ্রিক পুরাণের দেবতা—
(A) মার্কেটর
(B) অ্যাটলাস
(C) অ্যাপোলো
(D) জিউস-এর নামানুসারে
Ans. B
- মানচিত্র প্রস্তুতের আধুনিকতম উপায় হল—
(A) জরিপ
(B) বিমানচিত্র
(C) উপগ্রহ চিত্র
(D) সাধারণ চিত্র
Ans. C
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র–
(A) 2000 বছর
(B) 2500 বছর
(C) 3000 বছর
(D) 3500 বছর পুরোনো
Ans. B
- পশ্চিমবঙ্গের রাজধানী হল—
(A) কলকাতা
(B) নতুন দিল্লি
(C) মুম্বই
(D) চেন্নাই
Ans. A
- প্রশাসনিক স্তরের সবচেয়ে ছোটো একক হল—
(A) রাজ্য
(B) জেলা
(C) ব্লক
(D) মৌজা
Ans. D
- আবহাওয়া মানচিত্র হল একটি
(A) প্রাকৃতিক
(B) রাজনৈতিক
(C) বিষয়ভিত্তিক মানচিত্র
Ans. C
- মানচিত্র দূরত্ব সবসময় ভূমিভাগের দূরত্ব থেকে—
(A) খুব বড়ো
(B) ছোটো
(C) বড়ো
(D) সমান হয়
Ans. B
- ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না—
(A) সড়কপথ
(B) বনভূমি
(C) রেলপথ
(D) আন্তর্জাতিক সীমানা
Ans. B
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়—
(A) ভারতে
(B) ব্যাবিলনে
(C) গ্রিসে
(D) নেপালে
Ans. B
- গ্রামাঞ্চলে ভূমির নির্দিষ্ট দাগ নম্বর অনুযায়ী তৈরি মানচিত্রকে বলে –
(A) ভূবৈচিত্র্যসূচক
(B) মৌজা
(C) দেয়াল মানচিত্র
(D) অ্যাটলাস
Ans. B
- ভারত এশিয়া মহাদেশের
(A) দক্ষিণে
(B) উত্তরে
(C) পূর্বে
(D) পশ্চিমে অবস্থিত
Ans. A
- মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন –
(A) পঞ্চদশ
(B) দ্বাদশ
(C) ষোড়শ
(D) একাদশ শতাব্দীতে
Ans. C
- মানচিত্র প্রস্তুতের আধুনিকতম উপায় হল—
(A) জরিপ
(B) বিমানচিত্র
(C) উপগ্রহ চিত্র
(D) সাধারণ চিত্র
Ans. C
- ছোটো স্কেলের মানচিত্রে—
(A) বড়ো অঞ্চল
(B) ছোটো অঞ্চল
(C) মাঝারি অল
(D) অতি ক্ষুদ্র অঞ্চল নির্দেশ করা যায়।
Ans. A
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র–
(A) 2000 বছর
(B) 2500 বছর
(C) 3000 বছর
(D) 3500 বছর পুরোনো
Ans. B
- বিষয়মূলক তথ্যাদি প্রকাশ করা হয়—
(A) বিষয়ভিত্তিক
(B) ভূবৈচিত্র্যসূচক
(C) মৌজা
(D) রাজনৈতিক মানচিত্রের মাধ্যমে
Ans. A
- মানচিত্রে জল বোঝাতে ব্যবহার করা হয়—
(A) নীল রং
(B) সবুজ রং
(C) কালো রং
Ans. A
- মানচিত্র প্রস্তুতের আধুনিকতম উপায় হল—
(A) জরিপ
(B) বিমানচিত্র
(C) উপগ্রহ চিত্র
(D) সাধারণ চিত্র
Ans. C
- ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না—
(A) সড়কপথ
(B) বনভূমি
(C) রেলপথ
(D) আন্তর্জাতিক সীমানা
Ans. B
- মানচিত্র দূরত্ব সবসময় ভূমিভাগের দূরত্ব থেকে—
(A) খুব বড়ো
(B) ছোটো
(C) বড়ো
(D) সমান হয়
Ans. B
- মানচিত্রে ‘PS’ অক্ষর দুটি ব্যবহৃত হয়—
(A) ডাকঘর
(B) পুলিশ কার্যালয়
(C) মন্দির
(D) মসজিদ বোঝাতে
Ans. B
- মানচিত্রে কৃষিজমি বলতে–
(A) বাদামি
(B) হলুদ
(C) সবুজ রঙকে বোঝায়
Ans. B
- ভারত এশিয়া মহাদেশের
(A) দক্ষিণে
(B) উত্তরে
(C) পূর্বে
(D) পশ্চিমে অবস্থিত
Ans. A
- গ্রামাঞ্চলে ভূমির নির্দিষ্ট দাগ নম্বর অনুযায়ী তৈরি মানচিত্রকে বলে –
(A) ভূবৈচিত্র্যসূচক
(B) মৌজা
(C) দেয়াল মানচিত্র
(D) অ্যাটলাস
Ans. B
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- নিখুঁতভাবে ক্লাসরুমকে আঁকতে গেলে কী আঁকতে হবে? (এক কথায় উত্তর দাও)
Ans. প্ল্যান
- খুব সহজে কীভাবে দিকনির্নয় করা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে।
- বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? (এক কথায় উত্তর দাও)
Ans. 23টি।
- ‘ম্যাপ’ শব্দটির উৎপত্তি কোন্ লাতিন শব্দ থেকে এবং তার অর্থ কী? (এক কথায় উত্তর দাও)
Ans. ‘ম্যাপা’ শব্দ থেকে যার অর্থ কাপড়।
- রাতের আকাশে _________ দেখে উত্তরদিক নির্ণয় করা হয়। (শূন্যস্থান পূরন করো)
Ans. ধ্রুবতারা
- এশিয়ার মানচিত্রে আমাদের দেশকে বড়ো দেখায় কেন? (এক কথায় উত্তর দাও)
Ans. বড়ো স্কেলে এশিয়ার মানচিত্র অঙ্কন করা হয় বলে।
- মানচিত্রে পাহাড়-পর্বত _________ রঙে দেখানো হয়। (শূন্যস্থান পূরন করো)
Ans. খয়েরি বা বাদামি
- যে নির্দিষ্ট অনুপাতে বাস্তব পৃথিবীর কোনো অংশকে মানচিত্রে ছোটো করে দেখানো হয়, সেটাই হল মানচিত্রের_________। (শূন্যস্থান পূরন করো)
Ans. স্কেল
- মার্কেটর কে ছিলেন? (এক কথায় উত্তর দাও)
Ans. বেলজিয়ামের কাটোগ্রাফার ও ভূগোলবিদ
- নিখুঁতভাবে ক্লাসরুমকে আঁকতে গেলে কী আঁকতে হবে? (এক কথায় উত্তর দাও)
Ans. প্ল্যান
- কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য _________এবং_________ দুটোই অপরিহার্য। (শূন্যস্থান পূরন করো)
Ans. দূরত্ব এবং দিক
- মৌজা মানচিত্রের স্কেল 16 ইঞ্চিতে _________ মাইল (শূন্যস্থান পূরন করো)
Ans. 1
- মানচিত্রের ডানদিকটি কোন্ দিক? (এক কথায় উত্তর দাও)
Ans. পূর্বদিক
- এশিয়ার মানচিত্রে আমাদের দেশকে বড়ো দেখায় কেন? (এক কথায় উত্তর দাও)
Ans. বড়ো স্কেলে এশিয়ার মানচিত্র অঙ্কন করা হয় বলে।
- খুব সহজে কীভাবে দিকনির্নয় করা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে।
- মানচিত্রের অপরিহার্য উপাদান কী? (এক কথায় উত্তর দাও)
Ans. স্কেল
- পৃথিবী সম্বন্ধে জানার খুব সহজ উপায় হল মানচিত্র। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- গ্লোবকে ঘোরালে _________ গতির ধারণা পাওয়া যায়। (শূন্যস্থান পূরন করো)
Ans. আবর্তন
- মানচিত্রের পাশে যে অংশটিতে নির্দিষ্ট প্রতীক চিহ্ন বা রং এর অর্থ লেখা থাকে, তাকে বলে _________ (শূন্যস্থান পূরন করো)
Ans. নির্দেশিকা
- পশ্চিমবঙ্গের নবগঠিত জেলাটির নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. পশ্চিম বর্ধমান (7 এপ্রিল 2017 তে গঠিত হয়)।
- মানচিত্রের ডানদিকটি কোন্ দিক? (এক কথায় উত্তর দাও)
Ans. পূর্বদিক
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. ইরাক (প্রাচীন শহর ব্যাবিলন)
- সাধারণত মানচিত্রের ওপরের দিকটা দক্ষিণদিক ধরা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- মৌজা মানচিত্র একটি ক্ষুদ্র স্কেল মানচিত্র। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য _________এবং_________ দুটোই অপরিহার্য। (শূন্যস্থান পূরন করো)
Ans. দূরত্ব এবং দিক
- মানচিত্র বইকে অ্যাটলাস বলা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- রাতের আকাশে _________ দেখে উত্তরদিক নির্ণয় করা হয়। (শূন্যস্থান পূরন করো)
Ans. ধ্রুবতারা
- মানচিত্রের ডানদিকের ওপরে ‘N’ চিহ্ন দ্বারা _________দিক বোঝানো হয়। (শূন্যস্থান পূরন করো)
Ans. উত্তর
- কাটোগ্রাফি কাকে বলে? (এক কথায় উত্তর দাও)
Ans. মানচিত্র অঙ্কনবিদ্যাকে কাটোগ্রাফি বলে।
- পশ্চিমবঙ্গের নবগঠিত জেলাটির নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. পশ্চিম বর্ধমান (7 এপ্রিল 2017 তে গঠিত হয়)।
সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 3 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- যদি মানচিত্রের স্কেল 1 সেমিতে 100 মিটার হয় তবে ‘A’ থেকে ‘B’ পর্যন্ত রৈখিক দূরত্ব 5.5 সেমি হলে ‘A’ এবং ‘B’-এর মধ্যে রাস্তার দূরত্ব কত হবে?
Ans. আপডেট করা হবে।
- সড়ক ও রেলপথের মানচিত্র থেকে কী কী বিষয় সম্পর্কে জানা যায়?
Ans. আপডেট করা হবে।
- ছোটো স্কেলের মানচিত্রের অসুবিধাগুলি কী কী?
Ans. আপডেট করা হবে।
- গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো।
Ans. আপডেট করা হবে।
- বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? এই মানচিত্রে কী কী বিষয় দেখানো থাকে?
Ans. আপডেট করা হবে।
- কোনো জায়গায় বেড়াতে গেলে তুমি ওই স্থানের মানচিত্র নিয়ে যেতে চাইবে কেন?
Ans. আপডেট করা হবে।
- ছোটো স্কেলের মানচিত্রের অসুবিধাগুলি কী কী?
Ans. আপডেট করা হবে।
- যখন মানচিত্রের স্কেল 1 সেমি = 20 কিমি এবং মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব 3 সেমি, তবে ওই দুটি স্থানের মধ্যে বাস্তব।
Ans. আপডেট করা হবে।
- গ্লোব ও মানচিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
Ans. আপডেট করা হবে।
- গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো।
Ans. আপডেট করা হবে।
No comments:
Post a Comment