তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Geography Question and Answer
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- নিরক্ষরেখাসহ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হল—
(A) 90
(B) 180
(C) 179
(D) 80 টি
Ans. C
- উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয়—
(A) মূলমধ্যরেখার
(B) অক্ষরেখার
(C) দ্রাঘিমারেখার
(D) নিরক্ষরেখার দ্বারা
Ans. D
- পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হল—
(A) উত্তর আমেরিকা
(B) এশিয়া
(C) আফ্রিকা
(D) ইউরোপ
Ans. B
- উত্তরমেরুর মান হল—
(A) 0°
(B) 90° উত্তর
(C) 90° দক্ষিণ
(D) 66.5° উত্তর
Ans. B
- বিষুবরেখা হল—
(A) মূলমধ্যরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) কুমেরুবৃত্তরেখা-এর আর-এক নাম
Ans. C
- পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে—
(A) 90°
(B) 66.5°
(C) 0° কোণ করে অবস্থান করে।
Ans. A
- প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
Ans. A
- যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল—
(A) বৃত্ত
(B) অর্ধবৃত্ত
(C) মহাবৃত্ত
(D) অধিবৃত্ত
Ans. C
- পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে—
(A) পৃথিবীর অক্ষ
(B) কক্ষপথ
(C) কক্ষতল
(D) নিরক্ষীয় তলা
Ans. B
- অক্ষরেখাগুলি—
(A) পূর্ব-পশ্চিমে
(B) উত্তর-দক্ষিণে
(C) পূর্ব-উত্তরে
(D) পশ্চিম-দক্ষিণে বিস্তৃত
Ans. A
- পৃথিবীর দ্রাঘিমারেখাগুলি হল—
(A) পূর্ণবৃত্তাকার
(B) সরলরৈখিক
(C) অর্ধবৃত্তাকার
(D) উপবৃত্তাকার
Ans. C
- পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে—
(A) 90°
(B) 66.5°
(C) 0° কোণ করে অবস্থান করে।
Ans. A
- ভারত মূলমধ্যরেখার–
(A) পূর্বে
(B) পশ্চিমে
(C) উত্তরে
(D) দক্ষিণে অবস্থিত
Ans. A
- প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
Ans. A
- যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল—
(A) বৃত্ত
(B) অর্ধবৃত্ত
(C) মহাবৃত্ত
(D) অধিবৃত্ত
Ans. C
- নিরক্ষরেখার মান—
(A) 90°
(B) 10°
(C) 0°
Ans. C
- পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে—
(A) পৃথিবীর অক্ষ
(B) কক্ষপথ
(C) কক্ষতল
(D) নিরক্ষীয় তলা
Ans. B
- নিরক্ষরেখার মান—
(A) 90°
(B) 10°
(C) 0°
Ans. C
- 23.5° উত্তর অক্ষরেখাটি হল—
(A) মকরক্রান্তিরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) সুমেরুবৃত্তরেখা
Ans. B
- অক্ষরেখাগুলি—
(A) পূর্ব-পশ্চিমে
(B) উত্তর-দক্ষিণে
(C) পূর্ব-উত্তরে
(D) পশ্চিম-দক্ষিণে বিস্তৃত
Ans. A
- পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে—
(A) 90°
(B) 66.5°
(C) 0° কোণ করে অবস্থান করে।
Ans. A
- মূলমধ্যরেখাসহ পৃথিবীতে মোট দ্রাঘিমারেখার সংখ্যা হল—
(A) 179
(B) 359
(C) 360
(D) 425 টি
Ans. C
- যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল—
(A) বৃত্ত
(B) অর্ধবৃত্ত
(C) মহাবৃত্ত
(D) অধিবৃত্ত
Ans. C
- উত্তরমেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্ত রেখাগুলি হল—
(A) অক্ষরেখা
(B) দ্রাঘিমারেখা
(C) নিরক্ষরেখা
(D) কর্কটক্রান্তিরেখা
Ans. B
- 0° দ্রাঘিমারেখার ঠিক বিপরীতের দ্রাঘিমারেখার মান–
(A) 180°
(B) 90°
(C) 360°
(D) 254°
Ans. A
- পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হল—
(A) উত্তর আমেরিকা
(B) এশিয়া
(C) আফ্রিকা
(D) ইউরোপ
Ans. B
- ভারতের ওপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত হয়েছে, সেটি হল
(A) নিরক্ষরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) মকরক্রান্তিরেখা
(D) বিষুবরেখা
Ans. B
- প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
Ans. A
- উত্তরমেরুর মান হল—
(A) 0°
(B) 90° উত্তর
(C) 90° দক্ষিণ
(D) 66.5° উত্তর
Ans. B
- উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয়—
(A) মূলমধ্যরেখার
(B) অক্ষরেখার
(C) দ্রাঘিমারেখার
(D) নিরক্ষরেখার দ্বারা
Ans. D
- ভারত মূলমধ্যরেখার–
(A) পূর্বে
(B) পশ্চিমে
(C) উত্তরে
(D) দক্ষিণে অবস্থিত
Ans. A
- নিরক্ষরেখার দক্ষিণে 23.5° দক্ষিণ অক্ষরেখার অপর নাম—
(A) কর্কটক্রান্তিরেখা
(B) মকরক্রান্তিরেখা
(C) সুমেরুবৃত্তরেখা
(D) কুমেরুবৃত্তরেখা
Ans. B
- ভারত মূলমধ্যরেখার–
(A) পূর্বে
(B) পশ্চিমে
(C) উত্তরে
(D) দক্ষিণে অবস্থিত
Ans. A
- প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
Ans. A
- মূলমধ্যরেখাটি—
(A) লন্ডন
(B) নিউইয়র্ক
(C) কৃষ্ণনগর
(D) কলকাতা শহরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে
Ans. A
- পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে প্রসারিত কাল্পনিক অক্ষরেখা হল—
(A) কর্কটক্রান্তিরেখা
(B) মকরক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) সুমেরুবৃত্তরেখা
Ans. C
- ভারতের ওপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত হয়েছে, সেটি হল
(A) নিরক্ষরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) মকরক্রান্তিরেখা
(D) বিষুবরেখা
Ans. B
- বিষুবরেখা হল—
(A) মূলমধ্যরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) কুমেরুবৃত্তরেখা-এর আর-এক নাম
Ans. C
- নিরক্ষরেখাসহ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হল—
(A) 90
(B) 180
(C) 179
(D) 80 টি
Ans. C
- দ্রাঘিমারেখাগুলি পরস্পর—
(A) সমান্তরাল
(B) অসমান্তরাল
(C) অসমান
(D) অনুভূমিক
Ans. B
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- দক্ষিণমেরুর অপর নাম কুমেরু বিন্দু। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে_________ কোণ উৎপন্ন করে। (শূন্যস্থান পূরন করো)
Ans. 0°
- পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
Ans. উত্তরমেরু।
- পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দুটি _________ লম্ব সরলরেখার প্রয়োজন। (শূন্যস্থান পূরন করো)
Ans. পরস্পরছেদী
- _________ ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা আসলে একটিই দ্রাঘিমারেখা। (শূন্যস্থান পূরন করো)
Ans. 180
- কোন্ কোন্ রেখার মিলিত বৃত্ত পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? (এক কথায় উত্তর দাও)
Ans. 0° এবং 180° দ্রাঘিমার মিলিত বৃত্ত
- কর্কটক্রান্তিরেখার মান কত? (এক কথায় উত্তর দাও)
Ans. 23.5° উত্তর।
- নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব-পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
Ans. অক্ষরেখা।
- মকরক্রান্তিরেখার মান হল_________ । (শূন্যস্থান পূরন করো)
Ans. 23.5%° দক্ষিণ
- 0° দ্রাঘিমারেখা হল মূলমধ্যরেখা (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- সর্বোচ্চ ও সর্বনিম্ন দ্রাঘিমার মান কত? (এক কথায় উত্তর দাও)
Ans. সর্বোচ্চ দ্রাঘিমার মান 180° ও সর্বনিম্ন দ্রাঘিমার মান 0° ।
- পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? (এক কথায় উত্তর দাও)
Ans. 179টি।
- 66.5° দক্ষিণ অক্ষরেখার নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. কুমেরুবৃত্তরেখা
- পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দুটি _________ লম্ব সরলরেখার প্রয়োজন। (শূন্যস্থান পূরন করো)
Ans. পরস্পরছেদী
- মকরক্রান্তিরেখার মান হল_________ । (শূন্যস্থান পূরন করো)
Ans. 23.5%° দক্ষিণ
- সমস্ত অক্ষরেখার দৈর্ঘ্য সমান। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- নিরক্ষরেখার মান 0°, আবার মূলমধ্যরেখার মানও 0°, তাহলে এদের মধ্যে পার্থক্য কী? (এক কথায় উত্তর দাও)
Ans. নিরক্ষরেখা পূর্ব-পশ্চিমে এবং মূলমধ্যরেখা উত্তর-দক্ষিণে প্রসারিত।
- সব অক্ষরেখাই হল মহাবৃত্ত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- পৃথিবীর উত্তরমেরু সর্বদা ধ্রুবতারামুখী। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- পৃথিবীর নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে 23.5° কোণ করে থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় _________ থেকে। (শূন্যস্থান পূরন করো)
Ans. নিরক্ষরেখা
- দক্ষিণমেরুর অপর নাম কুমেরু বিন্দু। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- মহাবৃত্ত পৃথিবীকে সমান _________ অংশে ভাগ করে। (শূন্যস্থান পূরন করো)
Ans. দুটি
- মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে_________ কোণ উৎপন্ন করে। (শূন্যস্থান পূরন করো)
Ans. 0°
- প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় _________ থেকে। (শূন্যস্থান পূরন করো)
Ans. নিরক্ষরেখা
- পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. নিরক্ষরেখা
- পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? (এক কথায় উত্তর দাও)
Ans. 179টি।
- 23.5° উত্তর অক্ষরেখাকে মকরক্রান্তিরেখা বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- উত্তর গোলার্ধের 66.5° উত্তর অক্ষরেখার নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. সুমেরুবৃত্তরেখা।
- 0° দ্রাঘিমারেখা হল মূলমধ্যরেখা (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য ।
সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণদিক হয়?
Ans. আপডেট করা হবে।
- কুমেরুবৃত্তরেখা কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- ভৌগোলিক জালক কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- দ্রাঘিমারেখার দুটি ব্যবহার লেখো।
Ans. আপডেট করা হবে।
- ভৌগোলিক জালক কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- মূলমধ্যরেখা কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা ও দ্রাঘিমারেখা আছে?
Ans. আপডেট করা হবে।
- ভৌগোলিক জালক কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- সুমেরুবৃত্তরেখা কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ বলতে কী বোঝ?
Ans. আপডেট করা হবে।
- নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- মূলমধ্যরেখা কি?
Ans. আপডেট করা হবে।
- ভৌগোলিক জালক কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণদিক হয়?
Ans. আপডেট করা হবে।
- কর্কটক্রান্তিরেখা কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
No comments:
Post a Comment