বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Geography Question and Answer
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- অস্ট্রেলিয়া যে মহাদেশের অন্তর্গত—
(A) এশিয়া
(B) আফ্রিকা
(C) ওশিয়ানিয়া
(D) ইউরোপ
Ans. C
- ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম—
(A) হোমোস্ফিয়ার
(B) থার্মোস্ফিয়ার
(C) স্ট্র্যাটোস্ফিয়ার
(D) এক্সোস্ফিয়ার
Ans. C
- বায়ুমণ্ডলের সাথে যুক্ত নয় এমন স্তর হল—
(A) শান্তমণ্ডল
(B) ওজোনমণ্ডল
(C) কেন্দ্রমণ্ডল
(D) ক্ষুব্ধমণ্ডল
Ans. C
- পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল—
(A) সুমেরু
(B) কুমেরু
(C) ভারত
Ans. A
- বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদান হল—
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) কার্বন ডাইঅক্সাইড
Ans. B
- পৃথিবীর বাইরের অংশের নাম –
(A) গুরুমণ্ডল
(B) শিলামন্ডল
(C) ভূত্বক
Ans. C
- পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল—
(A) এশিয়া
(B) আফ্রিকা
(C) ইউরোপ
Ans. A
- পৃথিবীতে মোট সাতটি মহাদেশের মধ্যে আয়তন অনুসারে অ্যান্টার্কটিকা মহাদেশটি—
(A) পমতম
(B) ষষ্ঠতম
(C) সপ্তমতম
(D) চতুর্থতম মহাদেশ
Ans. A
- 10 কোটি বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে—
(A) ভারত মহাসাগর
(B) প্রশান্ত মহাসাগর
(C) সুমেরু মহাসাগর
(D) আটলান্টিক মহাসাগর
Ans. B
- আন্দিজ যে ধরনের পর্বতশ্রেণি—
(A) প্রাচীন ভঙ্গিল
(B) নবীন ভঙ্গিল
(C) স্থাপ পর্বত
(D) ক্ষয়জাত পর্বত
Ans. B
- সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে—
(A) ওজোন
(B) আর্গন
(C) জেনন
(D) হিলিয়াম গ্যাস
Ans. A
- পৃথিবীর মোট জলের 97 শতাংশ রয়েছে—
(A) হিমবাহের মধ্যে
(B) সমুদ্রের জল হিসেবে
(C) ভৌমজল হিসেবে
(D) বায়ুমণ্ডলের মধ্যে
Ans. B
- পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণি হল—
(A) হিমালয়
(B) আন্দিজ
(C) রকি
(D) আল্পস
Ans. B
- পৃথিবীতে প্রথম প্রাণের উপস্থিতি পাওয়া যায়—
(A) জলে
(B) স্থলে
(C) আকাশে
(D) ভূগর্ভে
Ans. A
- বায়ুমণ্ডলের নীচের দিকে যে স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায় তা হল—
(A) ট্রপোস্ফিয়ার
(B) মেসোস্ফিয়ার
(C) এক্সোস্ফিয়ার
(D) স্ট্র্যাটোস্ফিয়ার
Ans. A
- পৃথিবীর বৃহত্তম স্থলভাগের নাম ছিল—
(A) প্যানজিয়া
(B) প্যানথালাসা
(C) প্যানাসিয়া
Ans. A
- ওজোনস্তর নষ্ট হলে পৃথিবী—
(A) ঠান্ডা হবে
(B) উষ্ণ হবে
(C) একই থাকতে ধবংস হবে
Ans. B
- পৃথিবীতে মোট সাতটি মহাদেশের মধ্যে আয়তন অনুসারে অ্যান্টার্কটিকা মহাদেশটি—
(A) পমতম
(B) ষষ্ঠতম
(C) সপ্তমতম
(D) চতুর্থতম মহাদেশ
Ans. A
- এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি একত্রে
(A) ইন্দোনেশিয়া
(B) ইউরেশিয়া
(C) মালয়েশিয়া
(D) পলিনেশিয়া নামে পরিচিত
Ans. B
- পৃথিবীতে প্রথম প্রাণের উপস্থিতি পাওয়া যায়—
(A) জলে
(B) স্থলে
(C) আকাশে
(D) ভূগর্ভে
Ans. A
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- অ্যান্টার্কটিকায় গাছপালা জন্মায় না কেন? (এক কথায় উত্তর দাও)
Ans. প্রবল ঠান্ডার জন্য।
- পেঙ্গুইনের ঠান্ডা লাগে না কেন? (এক কথায় উত্তর দাও)
Ans. চামড়ার নীচে পুরু চর্বি থাকে বলে
- দক্ষিপ গঙ্গোত্রী থেকে মৈত্রীর দূরত্ব প্রায় 70 কিমি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- ফ্রিল একপ্রকারের তিমি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- অ্যান্টার্কটিকা মহাদেশ প্যানজিয়ার অংশ ছিল না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- অ্যান্টার্কটিকা মহাদেশটি একটি উঁচু সমভূমি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- পৃথিবীর মানচিত্রে অ্যান্টার্কটিকা মহাদেশকে কোন্ রং-এ দেখানো হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. সাদা রং-এ।
- অ্যান্টার্কটিকায় 1988 সালে মৈত্রী নামক ভারতের দ্বিতীয় গবেষণাকেন্দ্রটি স্থাপিত হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- অ্যান্টার্কটিকার _________ পৃথিবীর শীতলতম স্থান। (শূন্যস্থান পূরন করো)
Ans. ভস্তক
- ভিনসন ম্যাসিফের উচ্চতা _________মিটার (শূন্যস্থান পূরন করো)
Ans. 4897
- অ্যান্টার্কটিকায় _________ টি দেশের গবেষণাকেন্দ্র আছে। (শূন্যস্থান পূরন করো)
Ans. 40
- ভস্তক অ্যান্টার্কটিকায় অবস্থিত কানাডার একটি গবেষণাকেন্দ্র। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- রস সাগরের তীরে অবস্থিত মাউন্ট এরেবাস হল অ্যান্টার্কটিকার_________ (শূন্যস্থান পূরন করো)
Ans. জীবন্ত আগ্নেয়গিরি
- দক্ষিপ গঙ্গোত্রী থেকে মৈত্রীর দূরত্ব প্রায় 70 কিমি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- পৃথিবীর শীতলতম স্থান কোনটি? (এক কথায় উত্তর দাও)
Ans. অ্যান্টার্কটিকায় রাশিয়ার গবেষণাকেন্দ্র ভস্তক (উষ্ণতা –89.2 °সে)।
সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 3 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography
- বলতে পারবে, চাষের জমি থেকে কীভাবে বায়ু দূষিত হচ্ছে?
Ans. আপডেট করা হবে।
- মানুষ কীভাবে বায়ুদূষণ করে?
Ans. আপডেট করা হবে।
- শহরাঞ্চলের আর গ্রামাঞ্চলের বাতাসের মধ্যে কোনো পার্থক্য লক্ষ করেছ?
Ans. আপডেট করা হবে।
- অ্যাসিড বৃষ্টি কী? অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি উল্লেখ করো।
Ans. আপডেট করা হবে।
- বায়ুদূষণের ফলে কী কী হতে পারে?
Ans. আপডেট করা হবে।
No comments:
Post a Comment