Sunday, November 27, 2022

Madhyamik Mathematics Suggestion- পিথাগোরাসের উপপাদ্য (অধ্যায়-২১) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

 

পিথাগোরাসের উপপাদ্য (অধ্যায়-২১) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Mathematics Suggestion- মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Mathematics Suggestion- পিথাগোরাসের উপপাদ্য (অধ্যায়-২১) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. একই স্থান থেকে রাহুল উত্তরদিকে 40 কিমি এবং সুমিত পূর্বদিকে 60 কিমি গেলে তাদের মধ্যে ব্যবধান হবে

(a) 100 কিমি (b) 90 কিমি (c) 120 কিমি (d) 110 কিমি

Ans. [a]

  1. একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 যদি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 20 সেমি হয়, তবে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে

(a) 9 সেমি (b) 10 সেমি (c) 15 সেমি (d) 12 সেমি

Ans. [d]

সত্য অথবা মিথ্যা নির্ণয় করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – পিথাগোরাসের উপপাদ্য (অধ্যায়-২১) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1 : 1 : 2 হলে। বাহুগুলির অনুপাত হবে 1:1:√2। [T]
  2. 5 সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তে একটি জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। [F]
  3. 1, 2, 3 সংখ্যা তিনটি পিথাগোরিয়ান সংখ্যা। [F]

শূন্যস্থান পূরন করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – পিথাগোরাসের উপপাদ্য (অধ্যায়-২১) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 7: 24 : 25 হলে ত্রিভুজটি সর্বদা ________ ত্রিভুজ হবে।

Ans. সমকোণী

  1. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ________ সমদ্বিখণ্ডিত করে।

Ans. লম্বভাবে

  1. সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হল ________ ।

Ans. অতিভুজ

  1. পিথাগোরাসের উপপাদ্যটি শুধুমাত্র ________ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য ।

Ans. সমকোণী

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 5) Madhyamik Mathematics Suggestion- পিথাগোরাসের উপপাদ্য (অধ্যায়-২১) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

No comments:

Post a Comment