Saturday, November 26, 2022

পঞ্চম শ্রেণী গণিত প্রথম অধ্যায় | আগের পড়া মনে করি । Class V Chapter 1 Mathematics । ক্লাস ফাইভ আমার গণিত সমাধান

Class 5 mathematics Chapter-1 ( পঞ্চম শ্রেণী গণিত প্রথম অধ্যায় ) এর সমস্ত অঙ্কের সমাধান খুব সহজ ও সরল ভাবে আমরা এই পর্বে কষে দেখিয়েছি । পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর পঞ্চম শ্রেণির আমার গণিত বই এর প্রথম অধ্যয় এর সমাধান। এই অধ্যের মূল বিষয় - রঙিন কার্ড , বল ও কাঠির সাহায্যে সংখ্যা তৈরি , স্থানীয় মানে বিস্তার এর মাধ্যমে যোগ, বিয়োগ , গুণ ও ভাগ ইত্যাদি।



বল দেখে সংখ্যা লিখি :

Q: নিচের চিত্রে বল দেখে সংখ্যা লিখি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

 × ১০০০ + × ১০০ +  × ১০ +  × 
৩০৩২

সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই : -

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
২৪
হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
২৪

সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই : -

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
১০০০
হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
২৪

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
৫৯
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
৫৯

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
৯৮
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
৩০৩২

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
১০০
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
১০০

কারণ : ১০ টা হলুদ বল = ১ টা সবুজ বল

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
১০৮
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
১০৮

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
৫৫৪
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
৫৫৪

নিজে বল এঁকে রং দিই :

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
৯৯৯
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
৯৯৯

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
১০০০
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
১০০০

কারণ : ১০ টা সবুজ বল = ১ টা নীল বল

Q: নিচের চিত্রে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই - [Play Button]

সমাধানঃ
৩৪১৩
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
৩৪১৩

Q: নিচের চিত্রে বল দেখে সংখ্যা লিখি - [Play Button]

সমাধানঃ
৫০০৭
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
৫০০৭

Q: নিচের চিত্রে বল দেখে সংখ্যা লিখি - [Play Button]

সমাধানঃ
২০২২
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
২০২২

Q: নিচের চিত্রে বল দেখে সংখ্যা লিখি - [Play Button]

সমাধানঃ
৩৪৬০
হাজার
শতক
দশক
একক

 × ১০০০ +  × ১০০ +  × ১০ +  × 
১০০

ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি :

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার

 × ১০০  × ১০ +  × 

অঙ্কে লিখি

৫০২

কথায় লিখি

পাঁচশত দুই

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার

 × ১০০০  × ১০০ +  × 

অঙ্কে লিখি

৪৫৩

কথায় লিখি

চারশত তিপ্পান্ন

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার

 × ১০০০+ × ১০০ + ×১০ + ×
২০০০ + ১০০ + ২০ + 

অঙ্কে লিখি

২১২৪

কথায় লিখি

দুই হাজার এক শত চব্বিশ

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার

 × ১০০০+ × ১০০ + ×১০ + ×
৪০০০ + ৪০০ + ৫০ + 

অঙ্কে লিখি

৪৪৫৯

কথায় লিখি

চার হাজার চার শত ঊনষাট

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার

 × ১০০০+ × ১০০ + ×১০ + ×
৫০০০ + 

অঙ্কে লিখি

৫০০৫

কথায় লিখি

পাঁচ হাজার পাঁচ

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার

 × ১০০০+ × ১০০ + ×১০ + ×
৭০০০ + ৭০০ + ৭০ + 

অঙ্কে লিখি

৭৭৭৫

কথায় লিখি

সাত হাজার সাত শত পঁচাত্তর

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার

 × ১০০০+ × ১০০ + ×১০ + ×
৮০০০ + ২০ + 

অঙ্কে লিখি

৮০২১

কথায় লিখি

আট হাজার একুশ

তিন অঙ্কের সংখ্যা তৈরি করি :

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

 × ১০০ +  × ১০ + ×

→ ৪৩০ → [ তিন অঙ্কের সংখ্যা ]

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

 × ১০০০ +  × ১০০ + ×১০ + ×

→ ০৪৩০ → [ তিন অঙ্কের সংখ্যা ]

Q: ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি- [Play Button]

হাজার
শতক
দশক
একক
সমাধানঃ

×+×+×+×

 → [ তিন অঙ্কের সংখ্যা]

স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি :

১।৬২৭- কে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি- [Play Button]

শদএ

৬ এর স্থানীয় মান৬০০

২ এর স্থানীয় মান  +২০

৭ এর স্থানীয় মান  +

সংখ্যাটি হল →৬২৭

২।৬২৭২- কে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি- [Play Button]

শদএ

৮ এর স্থানীয় মান৮০০

৯ এর স্থানীয় মান  +৯০

৭ এর স্থানীয় মান  +

সংখ্যাটি হল →৮৯৭

৩।নয় শতক আট দশক ছয় একক- কে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি- [Play Button]

শদএ

৯ এর স্থানীয় মান  +৯০০

৮ এর স্থানীয় মান  +৮০

৬ এর স্থানীয় মান  +

সংখ্যাটি হল →৯৮৬

৪।৭৬২৫- কে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি- [Play Button]

হাশদএ

৭ এর স্থানীয় মান  +৭০০০

৬ এর স্থানীয় মান  +৬০০

২ এর স্থানীয় মান  +২০

৫ এর স্থানীয় মান  +

সংখ্যাটি হল →৭৬২৫

৫। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি [Play Button]

সমাধানঃ

চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

১০০০ এর স্থানীয় মানে বিস্তার

 × ১০০০ +  × ১০০ + ×১০ + ×

চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

৯৯৯৯ এর স্থানীয় মানে বিস্তার

 × ১০০০ +  × ১০০ + ×১০ + ×
৯০০০ + ৯০০ + ৯০ + 

৬। মনে মনে হিসাব করি :

( ক ) ২২১ + ৩৮২ [Play Button]

সমাধানঃ

২০০ ২০  ৩০০ ৮০ 
২০০ + ৩০০ ২০ + ৮০ ১ + ২
৫০০ ১০০ 
৬০৩

( খ ) ৭০৮ + ২২৭ [Play Button]

সমাধানঃ

৭০০  ২০০ ২০ 
৭০০ + ২০০ ২০ ৮ + ৭
৯০০ ৩০ 
৯৩৫

( গ ) ৮১৫ + ৩২০ [Play Button]

সমাধানঃ

৮০০ ১০  ৩০০ ২০
৮০০ + ৩০০ ১০ + ২০ 
১১০০ ৩০ 
১০০০ ১০০ ৩০ 
১১৩৫

( ঘ ) ৪৫২১ + ২৮১২ [Play Button]

সমাধানঃ

৪০০০ ৫০০ ২০  ২০০০ ৮০০ ১০ 
৪০০০ + ২০০০ ৫০০ + ৮০০ ২০ + ১০ ১ + ২
৬০০০ ১৩০০ ৩০ 
৬০০০ ১০০০ ৩০০ ৩০ 
৭০০০ ৩০০ ৩০ 
৭৩৩৩

( উ ) ৮২৫ - ৬১০ [Play Button]

সমাধানঃ

৮০০ ২০  - ( ৬০০ ১০ )
৮০০ - ৬০০ ২০ - ১০ 
২০০ ১০ 
২১৫

( চ ) ৭৮৮ - ২৬৮ [Play Button]

সমাধানঃ

৭০০ ৮০  - ( ২০০ ৬০  )
৭০০ - ২০০ ৮০ - ৬০ ৮ - ৮
৫০০ ২০ 
৫২০

( ছ ) ৯৯৯ - ১২৫ [Play Button]

সমাধানঃ

৯০০ ৯০  - ( ১০০ ২০  )
৯০০ - ১০০ ৯০ - ২০ ৯ - ৫
৮০০ ৭০ 
৮৭৪

( জ ) ৫০৯ - ২৮৭ [Play Button]

সমাধানঃ

৫০০  - ( ২০০ ৮০  )
৪০০ ১০০  - ( ২০০ ৮০ 
৪০০ - ২০০ ১০০ - ৮০ ৯ - ৭

২০০ ২০ 
২২৫

( ঝ ) ৬৫৭ - ৪৮২ [Play Button]

সমাধানঃ

৬০০ ৫০  - ( ৪০০ ৮০  )
৫০০ ১০০ ৫০  - ( ৪০০ ৮০ 
৫০০ - ৪০০ ১০০ - ৮০ ৫০ ৭ - ২

১০০ ৭০ 
১৭৫

( ঞ ) ৪৩৫ ×  [Play Button]

সমাধানঃ

৪০০ × ৭ ৩০ × ৭ ৫ × ৭
২৮০০ ২১০ ৩৫
২০০০ ৮০০ ২০০ ১০ ৩০ 
২০০০ ৮০০ + ২০০ ১০ + ৩০ 
২০০০ ১০০০ ৪০ 
৩০০০ ৪০  ৩০৪৫

( ট ) ২২৮ ×  [Play Button]

সমাধানঃ

২০০ × ৫ ২০ × ৫ ৮ × ৫
১০০০ ১০০ ৪০
১১৪০

( ঢ ) ২৩০ × ২৫ [Play Button]

সমাধানঃ

২৩০ × ২০ ২৩০ × ৫
৪৬০০ ২০০ × ৫ ৩০ × ৫
৪০০০ ৬০০ ১০০০ ১৫০
৪০০০ + ১০০০ ৬০০ + ১০০ ৫০
৫০০০ ৭০০ ৫০
৫৭৫০

( ণ ) ৪৭০ × ১৫ [Play Button]

সমাধানঃ

৪৭০ × ১০ ৪৭০ × ৫
৪৭০০ ৪০০ × ৫ ৭০ × ৫
৪০০০ ৭০০ ২০০০ ৩৫০
৪০০০ + ২০০০ ৭০০ + ৩০০ ৫০
৬০০০ ১০০০ ৫০
৬০০০ + ১০০০ ৫০
৭০৫০

< ও > চিহ্ন বসাও :

( ১ ) ৫৭৮৯>৬২১৩ [Play Button]

( ২ ) ২৮৭৯>৯১০২ [Play Button]

( ৩ ) ৫০০৬<৪০২৩ [Play Button]

( ৪ ) ৭৬৫৯<৩৮০০ [Play Button]

( ৫ ) ৮২২১>৯০০০ [Play Button]

( ৬ ) ১৯৯৯<১৯৯০ [Play Button]

এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি :

( i ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম১,২,৩,৪৪৩২১১২৩৪

( ii ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম৫,৬,১,২৬৫২১১২৫৬

( iii ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম৮,০,২,৫৮৫২০২০৫৮

( iv ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম৭,৩,৫,০৭৫৩০৩০৫৭

( v ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম৭,৩,৫,১৭৫৩১১৩৫৭

( vi ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম৭,২,১,৮৮৭২১১২৭৮

( vii ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম০,৯,১,৩৯৩১০১০৩৯

( viii ) চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি- [Play Button]সংখ্যাগুলিবৃহত্তমক্ষুদ্রতম৪,০,৬,১৬৪১০১০৪৬

১। আন্দুলের মেলায় প্রথম দিনে ২৩৬৫ জন লোক ও দ্বিতীয় দিনে ১২০৬ জন লোক এসেছেন। [Play Button]

Class 5 math আন্দুলের মেলায়

ওই দুই দিনে মোট২৩৬৫১২০৬৩৫৭১জন লোক এসেছেন।

উঃ ওই দুই দিনে মোট ৩৫৭১ জন লোক এসেছেন।

১। স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে ৮০০০ টি ইট এসেছে। ৩৮৩২ টি ইট গাঁথা হয়ে গেছে। [Play Button]

Class 5 math স্কুলের মাঠের পাঁচিল তৈরি

পড়ে আছে৮০০০৩২৮২৪১৬৮জন লোক এসেছেন।

উঃ আর ৪১৬৮ টি ইট পড়ে আছে।

৩। যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই:

(ক) যোগ করি - [Play Button]

হা
+

(খ) যোগ করি - [Play Button]

হা
+
+

(গ) যোগ করি - [Play Button]

হা
+

(ঘ) যোগ করি - [Play Button]

হা
+

(ঙ) যোগ করি - [Play Button]

হা
+
+

(চ) যোগ করি - [Play Button]

হা
+

(ছ) বিয়োগ করি - [Play Button]

হা
-

(জ) বিয়োগ করি - [Play Button]

হা
-

(ঝ) বিয়োগ করি - [Play Button]

হা
-

(ঞ) বিয়োগ করি - [Play Button]

হা
-

(ট) বিয়োগ করি - [Play Button]

হা
-

(ট) বিয়োগ করি - [Play Button]

হা
-

২। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি ১৫৭০ টাকায় বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম: [Play Button]

টাকা
×
টাকা

গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই :

(খ) গুণ করি : [Play Button]

×

(গ) গুণ করি : [Play Button]

×

(ঘ) গুণ করি : [Play Button]

×

(চ) গুণ করি : [Play Button]

×

(ছ) গুণ করি : [Play Button]

×

(জ) গুণ করি : [Play Button]

×

২। ১০২৪ টি সাদা পৃষ্ঠা দিয়ে ৮ টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় ১০২৪ ÷  টি = ১৬৮ টি সাদা পৃষ্ঠা আছে । : [Play Button]

১০২৪-২২১৬৬৪৬৪x১৬৮

(৩) ১২৩৩ টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় ৯ টি ফুল আছে । মালা তৈরি হবে ১২২৩ ÷  টি = ১৩৭ টি সাদা পৃষ্ঠা আছে । : [Play Button]

১২৩৩-৩৩২৭৬৩৬৩x১৩৭

ভাজ্য, ভাজক , ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি :

( ১ ) ৭৮৫ ÷ ৫ [Play Button]ভাজ্যভাজকভাগফলভাগশেষ৭৮৫১৫৭
৭৮৫  × ১৫৭ 
∴ ভাজ্য ভাজক × ভাগফল ভাগশেষ
∴ ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো

( ২ ) ৪৭৮ ÷ ৪ [Play Button]ভাজ্যভাজকভাগফলভাগশেষ৪৭৮১১৯
৪৮৭  × ১১৯ 
∴ ভাজ্য ভাজক × ভাগফল ভাগশেষ
∴ ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো

( ৩ ) ৩২১ ÷ ৩ [Play Button]ভাজ্যভাজকভাগফলভাগশেষ৩২১১০৭
৩২১  × ১০৭ 
∴ ভাজ্য ভাজক × ভাগফল ভাগশেষ
∴ ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো

( ৪ ) ৭৮৯ ÷ ৬ [Play Button]ভাজ্যভাজকভাগফলভাগশেষ৭৮৯১৩১
৭৮৯  × ১৩১ 
∴ ভাজ্য ভাজক × ভাগফল ভাগশেষ
∴ ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো

( ৫ ) ৮১৯ ÷ ৯ [Play Button]ভাজ্যভাজকভাগফলভাগশেষ৮১৯৯১
৮১৯  × ৯১ 
∴ ভাজ্য ভাজক × ভাগফল ভাগশেষ
∴ ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো

( ৬ ) ৩০০৩ ÷ ৩ [Play Button]ভাজ্যভাজকভাগফলভাগশেষ৩০০৩১০০১
৩০০৩  × ১০০১ 
∴ ভাজ্য ভাজক × ভাগফল ভাগশেষ
∴ ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো

( Q ) আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা সমান চার টুকরো করলেন। [Play Button]

Class 5 math বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন

আমাকে ২ টুকরো দিলেন, তাই আমি পেলাম অংশ।

বাবাকে ১ টুকরো দিলেন, বাবা পেলেন  অংশ।

তাই আমি বাবার থেকে  অংশ =  অংশ =  অংশ বেশি পেলাম।

বাকি টুকরো মা নিলেন। মা নিলেন  অংশ।

মায়ের থেকে আমি  অংশ -  অংশ

 অংশ =  অংশ বেশি পেলাম।

আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই  অংশ >  অংশ।

প্রয়োজন মতো     -এ < অথবা > চিহ্ন বা সংখ্যা বসাই :

( ক )   [Play Button]

( খ )   [Play Button]

( গ )   [Play Button]

( ঘ )   [Play Button]

( ঙ )   [Play Button]

( চ )   [Play Button]

( ছ )   [Play Button]

( জ )   [Play Button]

No comments:

Post a Comment