সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) | West Bengal Class 7 Science
সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) West Bengal Class 7 Science : সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science নিচে দেওয়া হলো। এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 7 Science Question and Answer, Suggestion, Notes – পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seven VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) – সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – West Bengal Class 7th Science Question and Answer
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science
- মানুষের দেহে জলের পরিমাণ হল
(A) 20 শতাংশ
(B) 40 শতাংশ
(C) 70 শতাংশ
(D) 90 শতাংশ
Ans. C
- সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, জল আর সুর্যের আলোকশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করে
(A) প্রোটিন
(B) ভিটামিন
(C) গ্লুকোজ
(D) লিপিড
Ans. C
- ছানা কাটানোর জন্য ব্যবহার করা হয়
(A) ল্যাকটিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) মিউরিয়েটিক অ্যাসিড
(D) নাইট্রিক অ্যাসিড
Ans. A
- একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে দু-ফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণটি হবে—
(A) বর্ণহীন
(B) নীল
(C) গোলাপি
(D) লাল
Ans. C
- টারটারিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে?
(A) তেঁতুল
(B) টম্যাটো
(C) আপেল
(D) পাতিলেবু
Ans. A
- দই-এ পাওয়া যায়
(A) ফরমিক অ্যাসিড
(B) ল্যাকটিক অ্যাসিড
(C) টারটারিক অ্যাসিড
(D) অক্সালিক অ্যাসিড
Ans. B
- ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোন্ ফলে?
(A) তেঁতুল
(B) টম্যাটো
(C) আপেল
(D) পাতিলেবু
Ans. C
- মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়
(A) ফরমিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) নাইট্রিক অ্যাসিড
(D) সালফিউরিক অ্যাসিড
Ans. B
- সালফিউরিক অ্যাসিড একটি—
(A) অজৈব অ্যাসিড
(B) জৈব অ্যাসিড
(C) মৃদু অ্যাসিড
(D) ক্ষারীয় পদার্থ
Ans. A
- ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোন্ ফলে?
(A) তেঁতুল
(B) টম্যাটো
(C) আপেল
(D) পাতিলেবু
Ans. C
- মিথাইল অরেঞ্জ একটি
(A) নির্দেশক
(B) অ্যাসিড
(C) লবণ
(D) ক্ষার
Ans. A
- মানুষের দেহে সোডিয়ামের ওজনানুপাতিক শতাংশ
(A) 1.11
(B) 1.43
(C) 0.14
(D) 2.57
Ans. C
- মানুষের দেহে হাইড্রোজেনের ওজনানুপাতিক শতাংশ
(A) 22.85
(B) 2.57
(C) 9.99
(D) 61.42
Ans. C
- মিউরিয়েটিক অ্যাসিড হল—
(A) ফরমিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) টারটারিক অ্যাসিড
(D) নাইট্রিক অ্যাসিড
Ans. B
- কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে—
(A) ফ্যাটি অ্যাসিড
(B) নিউক্লিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) ল্যাকটিক অ্যাসিড
Ans. B
- কী জানার জন্য নির্দেশক ব্যবহার করা হয়?
(A) প্রশমন ক্ষণ
(B) দ্রবণটি অ্যাসিডধর্মী কিনা
(C) দ্রবণটি ক্ষারধর্মী কিনা
(D) A, B, C-তিনটিই ঠিক
Ans. D
- ছানা কাটানোর জন্য ব্যবহার করা হয়
(A) ল্যাকটিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) মিউরিয়েটিক অ্যাসিড
(D) নাইট্রিক অ্যাসিড
Ans. A
- মিথাইল অরেঞ্জ একটি
(A) নির্দেশক
(B) অ্যাসিড
(C) লবণ
(D) ক্ষার
Ans. A
- সাইট্রিক ও অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় কোন্ ফলে?
(A) তেঁতুল
(B) টম্যাটো
(C) আপেল
(D) পাতিলেবু
Ans. D
- কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে—
(A) ফ্যাটি অ্যাসিড
(B) নিউক্লিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) ল্যাকটিক অ্যাসিড
Ans. B
- মানুষের দেহে সোডিয়ামের ওজনানুপাতিক শতাংশ
(A) 1.11
(B) 1.43
(C) 0.14
(D) 2.57
Ans. C
- সালফিউরিক অ্যাসিড একটি—
(A) অজৈব অ্যাসিড
(B) জৈব অ্যাসিড
(C) মৃদু অ্যাসিড
(D) ক্ষারীয় পদার্থ
Ans. A
- কস্টিক সোডা একটি
(A) অ্যাসিড
(B) লবণ
(C) মৃদু ক্ষার
(D) তীব্র ক্ষার
Ans. D
- দই-এ পাওয়া যায়
(A) ফরমিক অ্যাসিড
(B) ল্যাকটিক অ্যাসিড
(C) টারটারিক অ্যাসিড
(D) অক্সালিক অ্যাসিড
Ans. B
- সালফিউরিক অ্যাসিড একটি—
(A) অজৈব অ্যাসিড
(B) জৈব অ্যাসিড
(C) মৃদু অ্যাসিড
(D) ক্ষারীয় পদার্থ
Ans. A
- সবচেয়ে বেশি স্ফুটনাঙ্কবিশিষ্ট অ্যাসিডটি হল—
(A) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) নাইট্রিক অ্যাসিড
(D) ফরমিক অ্যাসিড
Ans. B
- ক্যালশিয়াম হাইড্রক্সাইড হল—
(A) চুন
(B) কলিচুন
(C) সোডা
(D) লবণ
Ans. B
- প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর অস্তিত্ব
(A) ক্ষারের বৈশিষ্ট্য
(B) অম্লের বৈশিষ্ট্য
(C) লবণের বৈশিষ্ট্য
(D) ক্ষারকের বৈশিষ্ট্য
Ans. B
- মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়
(A) ফরমিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) নাইট্রিক অ্যাসিড
(D) সালফিউরিক অ্যাসিড
Ans. B
- মানুষের দেহে নাইট্রোজেনের ওজনানুপাত
(A) 22.85
(B) 2.57
(C) 9.99
(D) 61.42
Ans. B
- অ্যাসিডে অবশ্যই থাকবে
(A) নাইট্রোজেন
(B) হাইড্রোজেন
(C) হাইড্রক্সিল মূলক
(D) অক্সিজেন
Ans. B
- লেবুতে থাকে—
(A) ল্যাকটিক অ্যাসিড
(B) টারটারিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) ফরমিক অ্যাসিড
Ans. C
- ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা হয়—
(A) কস্টিক সোডা
(B) কপ্টিক পটাশ
(C) কলিচুন
(D) ফরমিক অ্যাসিড
Ans. C
- লেবুতে থাকে—
(A) ল্যাকটিক অ্যাসিড
(B) টারটারিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) ফরমিক অ্যাসিড
Ans. C
- টারটারিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে?
(A) তেঁতুল
(B) টম্যাটো
(C) আপেল
(D) পাতিলেবু
Ans. A
- ছানা কাটানোর জন্য ব্যবহার করা হয়
(A) ল্যাকটিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) মিউরিয়েটিক অ্যাসিড
(D) নাইট্রিক অ্যাসিড
Ans. A
- যে অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়, তা হল
(A) ফরমিক অ্যাসিড
(B) ল্যাকটিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) অ্যাসিটিক অ্যাসিড
Ans. D
- কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে—
(A) ফ্যাটি অ্যাসিড
(B) নিউক্লিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) ল্যাকটিক অ্যাসিড
Ans. B
- মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়
(A) ফরমিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) নাইট্রিক অ্যাসিড
(D) সালফিউরিক অ্যাসিড
Ans. B
- বাথরুম পরিস্কার করার জন্য ব্যবহৃত হয় –
(A) নাইট্রিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) মিউরিয়েটিক অ্যাসিড
(D) ফরমিক অ্যাসিড
Ans. C
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science
- সাইট্রিক অ্যাসিড কোন্ কোন্ ফল থেকে পাওয়া যায়? (এক কথায় উত্তর দাও)
Ans. পাতিলেবু, কাগজিলেবু, টম্যাটো, আনারস ইত্যাদি ফল থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়।
- তোমায় পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ স্নায়ুর মধ্যে দিয়ে_________পৌঁছে যায়। (শূন্যস্থান পূরন করো)
Ans. সুষুম্নাকাণ্ডে
- 25° সেলসিয়াস উষ্ণতায় প্রশম দ্রবণের (জলের) pH_________ (শূন্যস্থান পূরন করো)
Ans. 7
- মানবদেহের ওজনের প্রায় _________শতাংশ হল অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের মিলিত ভর। (শূন্যস্থান পূরন করো)
Ans. 97
- ক্ষারকের জলীয় দ্রবণ ফেনলপথ্যালিনের বর্ণ নীল করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- তেঁতুলে কী অ্যাসিড থাকে? (এক কথায় উত্তর দাও)
Ans. তেঁতুলে টারটারিক অ্যাসিড থাকে।
- ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য লেখো। (এক কথায় উত্তর দাও)
Ans. ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের (উদাহরণ—সুন্দরী ও গরান) একটি বিশেষ বৈশিষ্ট্য হল শ্বাসমূলের উপস্থিতি।
- দেহে উৎপন্ন দূষিত পদার্থ জলের মাধ্যমেই দেহ থেকে বেরিয়ে যায়, এক্ষেত্রে জল_________ – এর ভূমিকা পালন করে। (শূন্যস্থান পূরন করো)
Ans. বাহক
- প্রায় _________ টি মৌল দিয়ে পৃথিবীর বেশির জিনিস তৈরি হয়েছে। (শূন্যস্থান পূরন করো)
Ans. 92
- মানবদেহে পটাশিয়ামের ওজনানুপাতিক শতাংশ কত? (এক কথায় উত্তর দাও)
Ans. মানবদেহে পটাশিয়ামের ওজনানুপাতিক শতাংশ 0.14।
- রোগা এবং মোটা ব্যক্তিদের মধ্যে কাদের দেহে জলের পরিমাণ বেশি? (এক কথায় উত্তর দাও)
Ans. রোগা ব্যক্তিদের দেহে জলের পরিমাণ বেশি। কারণ তাদের দেহে ফ্যাটের পরিমাণ কম থাকে।
- তোমায় পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ স্নায়ুর মধ্যে দিয়ে_________পৌঁছে যায়। (শূন্যস্থান পূরন করো)
Ans. সুষুম্নাকাণ্ডে
- আমাদের শরীরের মধ্যে যতটা ক্যালশিয়াম আছে তার শতকরা 99 ভাগই থাকে _________মধ্যে। (শূন্যস্থান পূরন করো)
Ans. হাড়ের
- পৃথিবীপৃষ্ঠে অ্যালুমিনিয়ামের ওজনানুপাতিক শতাংশ_________। (শূন্যস্থান পূরন করো)
Ans. 8.1
- সমুদ্র লবণে প্রায় 47 রকমের লবণের সন্ধান পাওয়া গেছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- অ্যাসিড কথাটি এসেছে ল্যাটিন শব্দ _________ থেকে। (শূন্যস্থান পূরন করো)
Ans. অ্যাসিডাস
- রক্তের স্বাদ কেমন? (এক কথায় উত্তর দাও)
Ans. রক্তের স্বাদ লবণাক্ত।
- দই-এ কী অ্যাসিড থাকে? (এক কথায় উত্তর দাও)
Ans. দই-এ ল্যাকটিক অ্যাসিড থাকে।
- মাত্র 26 টি মৌল নানা যৌগের আকারে জীবদেহে থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
Ans. ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফল হল কাঁচা আপেল, চেরি, টম্যাটো, আঙুর ইত্যাদি।
- সবুজ পাতাযুক্ত গাছ কোন্ কোন্ অজৈব যৌগের সাহায্যে গ্লুকোজ তৈরি করে? (এক কথায় উত্তর দাও)
Ans. সবুজ পাতাযুক্ত গাছ কার্বন ডাইঅক্সাইড ও জলের সাহায্যে গ্লুকোজ তৈরি করে।
- ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- মানুষের দেহে জলের পরিমাণ প্রায় 95 শতাংশ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- ধানের বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি আসে _________ থেকে। (শূন্যস্থান পূরন করো)
Ans. শর্করা
- প্রাণরক্ষা করার জন্য অক্সিজেনের পরই গুরুত্বপূর্ণ হল _________। (শূন্যস্থান পূরন করো)
Ans. জল
- কস্টিক সোডার সংকেত _________। (শূন্যস্থান পূরন করো)
Ans. NaOH
- দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডের নাম ও সংকেত লেখো। (এক কথায় উত্তর দাও)
Ans. দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড হল—(i) নাইট্রিক অ্যাসিড (HNO3), (ii) সালফিউরিক অ্যাসিড (H2SO4)।
- শরীরে ঠিক ঠিক মাত্রায় _________ আর _________ আয়ন না থাকলে অণুভূতি বা স্নায়ুস্পন্দন সুযুগ্নকাণ্ডে পৌঁছাতে পারে না। (শূন্যস্থান পূরন করো)
Ans. Na+, K+
- আমরা যে চিউইং গাম খাই এবং আঠাজাতীয় যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলি বিভিন্ন রকম _________ দিয়ে তৈরি। (শূন্যস্থান পূরন করো)
Ans. পলিমার
- মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে চুন মেশানো হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science
- লবণাম্বু উদ্ভিদ কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- ইথিলিন-এর সংকেত কী? এর উৎস লেখো।
Ans. আপডেট করা হবে।
- ধাতু কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- মানবদেহে আয়রন বা লোহার কাজ কী?
Ans. আপডেট করা হবে।
- চারটি অজৈব নাইট্রোজেনঘটিত সারের নাম লেখো।
Ans. আপডেট করা হবে।
- আমাদের শরীরে আয়োডিনের অভাব দেখা দিলে কী ঘটবে?
Ans. আপডেট করা হবে।
- পলিমার শব্দটির উৎপত্তি যে দুটি গ্রিক শব্দ থেকে হয়েছে, তা উল্লেখ করো এবং এদের অর্থ লেখো।
Ans. আপডেট করা হবে।
- সার কী?
Ans. আপডেট করা হবে।
- ডিটারজেন্ট কী?
Ans. আপডেট করা হবে।
- কোন্ কোন্ উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
Ans. আপডেট করা হবে।
- মানবদেহে পটাশিয়ামের কার্যকারিতা লেখো।
Ans. আপডেট করা হবে।
- পলিথিন কী? এর ব্যবহার লেখো।
Ans. আপডেট করা হবে।
- রাসায়নিক সার কী?
Ans. আপডেট করা হবে।
- রেচন কাকে বলে?
Ans. আপডেট করা হবে।
- মানবদেহে সোডিয়ামের কার্যকারিতা উল্লেখ করো।
Ans. আপডেট করা হবে।
No comments:
Post a Comment