সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

 

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) | West Bengal Class 7 Science

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) West Bengal Class 7 Science : সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science নিচে দেওয়া হলো। এই সপ্তম শ্রেণীর  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 7 Science Question and Answer, Suggestion, Notes – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seven VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 তোমরা যারা পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) – সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – West Bengal Class 7th Science Question and Answer 

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

  1. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে ক্যালশিয়াম সরবরাহ করে—

(A) 26 কেজি

(B) 32 কেজি

(C) 47 কেজি

(D) 99 কেজি

Ans. D

  1. ফ্লুরোসেন্ট বালব-এর কারখানায় যারা কাজ করে তাদের যে রোগ হয়, সেটি হল—

(A) বেরিলিওসিস

(B) সিলিকোসিস

(C) অ্যাসবেসটোসিস

(D) কোনোটিই নয়

Ans. A

  1. তুষারাবৃত মেরু অঞ্চলে বরফ হয়ে থাকা জলের শতকরা পরিমাণ হল

(A) 1 ভাগ

(B) 2 ভাগ

(C) 4 ভাগ

(D) 5 ভাগ

Ans. B

  1. চোয়ালের হাড়ের ক্ষয় হয়—

(A) সিলিকোসিস রোগে

(B) বেরিলিওসিস রোগে

(C) অ্যাসবেসটোসিস রোগে

(D) ফসি জ রোগে

Ans. D

  1. গত 500 বছরে যতগুলি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 184 টি

(B) 284 টি

(C) 484 টি

(D) 784 টি

Ans. D

  1. হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে যত সংখ্যক লোকের। জলের বন্দোবস্ত হয়, তা হল প্রায়

(A) 15 কোটি

(B) 60 কোটি

(C) 80 কোটি

(D) 120 কোটি

Ans. D

  1. সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে, প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার

(A) 10-20%

(B) 30-40%

(C) 50-60%

(D) 60-70%

Ans. A

  1. অরণ্যে উদ্ভিদরা হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. A

  1. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে ক্যালশিয়াম সরবরাহ করে—

(A) 26 কেজি

(B) 32 কেজি

(C) 47 কেজি

(D) 99 কেজি

Ans. D

  1. 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছরে গড়ে বেড়েছে, প্রায়

(A) 1 মিমি

(B) 3 মিমি

(C) 6 মিমি

(D) 9 মিমি

Ans. B

  1. হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে যত সংখ্যক লোকের। জলের বন্দোবস্ত হয়, তা হল প্রায়

(A) 15 কোটি

(B) 60 কোটি

(C) 80 কোটি

(D) 120 কোটি

Ans. D

  1. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল—

(A) 5%

(B) 15%

(C) 25%

(D) 75%

Ans. C

  1. গত 500 বছরে যতগুলি মেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 138 টি

(B) 238 টি

(C) 338 টি

(D) 538 টি

Ans. C

  1. পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হল প্রায়

(A) 49%

(B) 69%

(C) 79%

(D) 99%

Ans. D

  1. 2001 সালের গোড়ায় জানা যায়, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে

(A) 1°C

(B) 2°C

(C) 3°C

(D) 4°C

Ans. A

  1. গ্রিনহাউস প্রভাবের ফলে—

(A) সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে

(B) সমুদ্রের জলতলের উচ্চতা কমে যাবে

(C) সমুদ্রের জল বাষ্পীভূত যাবে

(D) সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে যাবে

Ans. A

  1. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 159 টি

(B) 259 টি

(C) 359 টি

(D) 459 টি

Ans. C

  1. পৃথিবীর মোট জীবের মধ্যে উদ্ভিদ হল প্রায়

(A) 49%

(B) 69%

(C) 79%

(D) 99%

Ans. D

  1. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল—

(A) 5%

(B) 15%

(C) 25%

(D) 75%

Ans. C

  1. অরণ্যের বেশিরভাগ প্রাণী হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. B

  1. ভারতীয় ভূখণ্ডের আয়তন প্রায়

(A) 11 লক্ষ বর্গকিমি

(B) 22 লক্ষ বর্গকিমি

(C) 33 লক্ষ বর্গকিমি

(D) 44 লক্ষ বর্গকিমি

Ans. C

  1. 2001 সালের গোড়ায় জানা যায়, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে

(A) 1°C

(B) 2°C

(C) 3°C

(D) 4°C

Ans. A

  1. পুথিবীর মোট প্রাণী প্রজাতির মধ্যে ভারতে রয়েছে—

(A) প্রায় 2.43%

(B) প্রায় 4.43%

(C) প্রায় 7.43%

(D) প্রায় 11.43%

Ans. C

  1. একটি গ্রিন হাউস গ্যাস হল—

(A) অক্সিজেন

(B) হাইড্রোজেন

(C) নাইট্রোজেন

(D) মিথেন

Ans. D

  1. গত 500 বছরে যতগুলি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 184 টি

(B) 284 টি

(C) 484 টি

(D) 784 টি

Ans. D

  1. উত্তর মেরু সংলগ্ন আলাস্কা উপকূলে যে বরফের স্তর রয়েছে, তা গত 30 বছরে কমে গেছে

(A) প্রায় 5%

(B) প্রায় 10%

(C) প্রায় 20%

(D) প্রায় 40%

Ans. D

  1. হিমালয়ের বরফগলা জলে এশিয়ার যতগুলি বড়ো বড়ো নদী পুষ্ট হয়, তার সংখ্যা

(A) 3টি

(B) 6টি

(C) 9টি

(D) 19টি

Ans. C

  1. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 159 টি

(B) 259 টি

(C) 359 টি

(D) 459 টি

Ans. C

  1. আজকের পৃথিবীতে যত সংখ্যক জাতের উদ্ভিদবৈচিত্রের দেখা মেলে, তা হল

(A) প্রায় দেড় লাখ

(B) প্রায় দু লাখ

(C) প্রায় সাড়ে তিন লাখ

(D) প্রায় সাড়ে ছয় লাখ

Ans. C

  1. একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে–

(A) 26 কেজি

(B) 32 কেজি

(C) 47 কেজি

(D) 99 কেজি

Ans. B

  1. অরণ্যে উদ্ভিদরা হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. A

  1. প্রবাল প্রাচীরে যত শতাংশ সামুদ্রিক প্রজাতি আশ্রয় গ্রহণ করে, তা হল—

(A) 5%

(B) 15%

(C) 25%

(D) 75%

Ans. C

  1. অরণ্যের বেশিরভাগ প্রাণী হল—

(A) উৎপাদক

(B) খাদক

(C) বিয়োজক

(D) পরিবর্তক

Ans. B

  1. সবুজ গাছপালা যে খাদ্য তৈরি করে, প্রাণীদের বাঁচিয়ে রাখতে ব্যয় হয় তার

(A) 10-20%

(B) 30-40%

(C) 50-60%

(D) 60-70%

Ans. A

  1. গত 500 বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তা হল

(A) 159 টি

(B) 259 টি

(C) 359 টি

(D) 459 টি

Ans. C

  1. 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যেতে পারে—

(A) প্রায় 10 সেমি

(B) প্রায় 20 সেমি

(C) প্রায় 30 সেমি

(D) প্রায় 70 সেমি

Ans. D

  1. পুথিবীর মোট প্রাণী প্রজাতির মধ্যে ভারতে রয়েছে—

(A) প্রায় 2.43%

(B) প্রায় 4.43%

(C) প্রায় 7.43%

(D) প্রায় 11.43%

Ans. C

  1. চোয়ালের হাড়ের ক্ষয় হয়—

(A) সিলিকোসিস রোগে

(B) বেরিলিওসিস রোগে

(C) অ্যাসবেসটোসিস রোগে

(D) ফসি জ রোগে

Ans. D

  1. তুষারাবৃত মেরু অঞ্চলে বরফ হয়ে থাকা জলের শতকরা পরিমাণ হল

(A) 1 ভাগ

(B) 2 ভাগ

(C) 4 ভাগ

(D) 5 ভাগ

Ans. B

  1. বিশ্ব উষ্ণায়নের ফলে 1988 সালে পৃথিবীর যত শতাংশ প্রবালসম্পদ ধ্বংস হয়েছে, তা হল—

(A) 5%

(B) 6%

(C) 16%

(D) 26%

Ans. C

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

  1. 2007 সালে ভারতবর্ষে কতবার মরশুমি নিম্নচাপ ঘটে? (এক কথায় উত্তর দাও)

Ans. 2007 সালে ভারতবর্ষে 4 বার মরশুমি নিম্নচাপ সৃষ্টি হয়।

  1. প্রবাল বা কোরাল-রা একসঙ্গে দল বেঁধে_________করে বাস করে। (শূন্যস্থান পূরন করো)

Ans. কলোনি

  1. আজকের পৃথিবীতে প্রায় সাড়ে তিন লাখ জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. বাহক_________দ্বারা সংক্রামিত রোগ হল ডেঙ্গু। (শূন্যস্থান পূরন করো)

Ans. মশা

  1. পৃথিবীর সমুদ্রতলের কত শতাংশ প্রবাল প্রাচীর অধিকার করে আছে? (এক কথায় উত্তর দাও)

Ans. পৃথিবীর সমুদ্রতলের 0.1% প্রবাল প্রাচীর অধিকার করে আছে।

  1. চন্দ্রমল্লিকা ফুল কখন ফোটে? (এক কথায় উত্তর দাও)

Ans. চন্দ্রমল্লিকা ফুল নভেম্বর-ডিসেম্বর মাসে ফোটে।

  1. পৃথিবীতে মোট জীবের প্রায় 10% হল প্রাণী। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. কোন অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়? (এক কথায় উত্তর দাও)

Ans. ক্রান্তীয় এবং উপ-ক্রান্তীয় অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়।

  1. সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. প্রবাল বা কোরাল হল একধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. অরণ্যের প্রাণীরা হল উৎপাদক। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. আমাদের দেশে এ পর্যন্ত কতগুলি প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে? (এক কথায় উত্তর দাও)

Ans. আমাদের দেশে এ পর্যন্ত 91,212 প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে।

  1. _________অরণ্য পরিবেশের সবরকম জৈব ও অজৈব উপাদানের ভাণ্ডার। (শূন্যস্থান পূরন করো)

Ans. ম্যানগ্রোভ

  1. ভারতের দুটি বায়োডাইভারসিটি হটস্পটের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. ভারতের দুটি বায়োডাইভারসিটি হটস্পট হল—পূর্ব হিমালয় এবং ইন্দো-বার্মা।

  1. ফসি জ রোগটি কোন পদার্থের প্রভাবে হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. শ্বেত সালফারের প্রভাবে মানুষের ফসি জ রোগ হয়।

  1. বিশ্ব উষ্ণায়নের ফলে 1988 সালে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণির খাদক পর্যন্ত সঠিক পর্যায়ে সাজাও : ব্যাং, ঘাস ফড়িং, ময়ুর, ঘাস, সাপ। (এক কথায় উত্তর দাও)

Ans. সঠিক পর্যায়টি হল— ঘাস → ঘাস ফড়িং → ব্যাং → সাপ → ময়ূর।

  1. মানুষের দুটি পেশাগত রোগের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. মানুষের দুটি পেশাগত রোগ হল— (i) ফসি জ, (ii) অ্যাসবেসটোসিস।

  1. কোন রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ? (এক কথায় উত্তর দাও)

Ans. কাইসন ডিসিস রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ।

  1. আবহাওয়া হচ্ছে জলবায়ুর দীর্ঘ সময়ের গড় অবস্থা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. পৃথিবীর প্রায় 99% হিমবাহের অবস্থান উত্তর এবং দক্ষিণ মেরুতে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1°C। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. বর্তমানে সারা পৃথিবীতে প্রায়_________টি প্রজাতি ধ্বংসের মুখে। (শূন্যস্থান পূরন করো)

Ans. 15,500

  1. পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার হল হিমবাহ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. প্রবাল প্রাচীরে বসবাসকারী দুটি প্রাণীর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. বিভিন্ন প্রকারের মাছ ও স্পঞ্জ হল প্রবাল প্রাচীরে বসবাসকারী দুটি প্রাণী।

  1. পরিবেশে_________-এর মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ায়, ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগণ কমে যাচ্ছে। (শূন্যস্থান পূরন করো)

Ans. কার্বন ডাইঅক্সাইড

  1. কোন রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ? (এক কথায় উত্তর দাও)

Ans. কাইসন ডিসিস রোগটির অপর নাম ডাইভারস ডিসিস বা ডুবুরির রোগ।

  1. আজকের পৃথিবীতে প্রায় সাড়ে তিন লাখ জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. উত্তর মেরু সংলগ্ন_________উপকুলে যে বরফের স্তর রয়েছে, তা গত 30 বছরে_________% কমে গিয়ে পাতলা হয়ে গেছে। (শূন্যস্থান পূরন করো)

Ans. আলাস্কা, 40

  1. সমস্ত সৌরজগতে পৃথিবীতেই একমাত্র জীবন ও জীববৈচিত্র্য আছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য ।

সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 | সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science

  1. হিমরেখা কী?

Ans. আপডেট করা হবে।

  1. খাদক কাকে বলে? উদাহরণ দাও।

Ans. আপডেট করা হবে।

  1. মাটির ক্ষয় নিবারণে অরণ্যের ভূমিকা লেখো।

Ans. আপডেট করা হবে।

  1. আবহাওয়া বলতে কী বোঝ?

Ans. আপডেট করা হবে।

  1. একটি জলজ খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।

Ans. আপডেট করা হবে।

  1. প্রজাতি কাকে বলে?

Ans. আপডেট করা হবে।

  1. অরণ্যের মৃত্তিকার সাথে পরিবেশের সম্পর্ক কীরূপ?

Ans. আপডেট করা হবে।

  1. ওজোন স্তর বলতে কী বোঝ?

Ans. আপডেট করা হবে।

  1. একটি বনভূমির খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।

Ans. আপডেট করা হবে।

  1. ওজোন স্তর বলতে কী বোঝ?

Ans. আপডেট করা হবে।

  1. পরিবেশ দূষণ রোধে অরণ্যের ভূমিকা লেখো।

Ans. আপডেট করা হবে।

  1. শিল্পজাত বিভিন্ন অপরিশোধিত ও বিষাক্ত যৌগ বা বর্জ্য

Ans. আপডেট করা হবে।

  1. মশা দ্বারা সংক্রামিত কয়েকটি রোগের নাম লেখো।

Ans. আপডেট করা হবে।

  1. অরণ্য কাকে বলে?

Ans. আপডেট করা হবে।

  1. গৌণ খাদক কাকে বলে? উদাহরণ দাও।

Ans. আপডেট করা হবে।

No comments:

Post a Comment